স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা আটকে যাবে! ব্যাংকের এই কাজটি না করলে

SVMCM Bank Account: বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন এবং রিনিউয়াল শুরু হয়েছে। তবে সম্প্রতি বিকাশ ভবনের (অফিসিয়াল ওয়েবসাইট মারফত) তরফ থেকে ব্যাংক একাউন্ট নিয়ে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে। যেখান থেকে জানানো হয়েছে, ব্যাংকের এই কাজটি না করা হলে স্কলারশিপের টাকা পেতে অসুবিধা হতে পারে।

অ্যাকাউন্ট আপডেট বিষয়টি কি?

এই স্কলারশিপের একাউন্ট আপডেট বিষয়টি খুব ছোট মনে হলেও কাজের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ, যে কোন স্কলারশিপের টাকা সরাসরি ছাত্র ছাত্রীদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়। আর এই ব্যাংকে যদি কোনো অসঙ্গতি দেখা দেয়, সেক্ষেত্রে স্কলারশিপের টাকা ঢুকবে না। অফিসিয়াল ওয়েবসাইট মারফত দুটি সমস্যার বিষয়ে অবগত করা হয়েছে। যা, নিচে আলোচনা করা হলো। 

প্রথমত: ব্যাংকের সঙ্গে আপনার আঁধার লিংকিং থাকা আবশ্যক। ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে দ্রুত কাজটি সম্পন্ন করুন। দ্বিতীয়ত: মেজর এবং মাইনর ব্যাংক অ্যাকাউন্ট। ছাত্র-ছাত্রীদের সবথেকে বড় প্রবলেম এটাই। কারণ নাবালক অবস্থায় স্কুলের জন্য একটি ব্যাংক একাউন্ট খোলা হয়। যেটি মূলত মাইনর ব্যাংক একাউন্ট হয়। এই ব্যাংকে বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে লিমিট থাকে। তবে ১৮ বছর পর যখন সাবালক হয়ে যায়, সেক্ষেত্রে KYC ভেরিফিকেশনের মাধ্যমে মাইনর ব্যাংক একাউন্টটিকে মেজর ব্যাংক অ্যাকাউন্টে পরিণত করতে হয়।

কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এই বিষয়ে অবগত না থাকায়, বিভিন্ন স্কলারশিপের টাকা থেকে বঞ্চিত হয়। তাই যে ব্যাংক একাউন্টে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢুকবে, আবেদন করার পূর্বে আপনি অবশ্যই আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টটিকে মেজর অ্যাকাউন্টে পরিনত করুন। এবং ভালো করে চেক করে দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আদান-প্রদান হচ্ছে কিনা।

মেজর ব্যাংক একাউন্ট করার পদ্ধতি

এই কাজটি করার জন্য আপনাকে আপনার ব্যাংকের শাখায় যেতে হবে। সেখানে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস (বিশেষত প্যান কার্ড এবং আধার কার্ড) দিয়ে KYC র মাধ্যমে ব্যাংক একাউন্টটিকে মেজর একাউন্টে পরিণত করতে পারেন। KYC র ২৪ ঘণ্টার মধ্যেই আপনার মাইনর ব্যাংক একাউন্টটি মেজর একাউন্টে পরিণত হবে।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button