Reliance Foundation Scholarship 2023-24 এর আবেদন শুরু, পড়ুয়ারা বছরে 2 লক্ষ টাকা পর্যন্ত পাবে

Reliance Foundation undergraduate Scholarship 2023-24 সেশানের আবেদন শুরু হয়েছে। এটি সম্পূর্ণ একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপটি দেশের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত ও পেশাগতভাবে সফল করার উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে। যোগ্য ছাত্রছাত্রীরা বছরে দুই লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ এর সুবিধা পায়। আর কথা না বাড়িয়ে চলুন Reliance Foundation Scholarship এ আবেদন করার যোগ্যতা, আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে দেখে নেওয়া যাক।

আবেদন করার যোগ্যতা – (১) পড়ুয়াদের অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। (২) যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে এবং তারপর ভারত সরকার স্বীকৃত যে কোন কলেজ বা ইউনিভার্সিটিতে undergraduate কোর্সে এডমিশন নিয়েছে। (৩) পরিবারের আয় 2 লক্ষ 50 হাজার টাকার মধ্যে হতে হবে।

উপরে উল্লেখিত এই তিনটে ক্রাইটেরিয়া অনুসরণ করতে পারলেই, ছাত্র-ছাত্রীরা Reliance Foundation Scholarship 2023-24 সেশানে আবেদন করার যোগ্য।

মোট স্কলারশিপের পরিমাণ – যে সমস্ত পড়ুয়া এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবে, তারা বছরে 2 লক্ষ টাকা পর্যন্ত বৃত্তির সুবিধা পাবে।

আবেদন পদ্ধতি – এই স্কলারশিপের ক্ষেত্রে প্রার্থীরা বাড়িতে বসেই নিজের ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। Step 1: এর জন্য প্রার্থীদের প্রথমেই Reliance Foundation এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই নিবন্ধের নিচে প্রদান করলাম। Step 2: এরপর অফিশিয়াল ওয়েবসাইট রেজিস্টার করে, পুনরায় লগইন করুন। রেজিস্টার করার জন্য আপনার একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেসের প্রয়োজন হবে। Step 3: আবেদনপত্র ওপেন হলে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্রটিকে পূরণ করুন। Step 4: আবেদনপত্র জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন। Step 5: এবং সবশেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে আবেদনপত্র জমা দিন।

গুরুত্বপূর্ণ তারিখ – এই স্কলারশিপের জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত পড়ুয়া এখনো পর্যন্ত Reliance Foundation Scholarship 2023-24 সেশনের জন্য আবেদন করেননি, তাদেরকে ১৫ই অক্টোবর ২০২৩ এর আগে এই স্কলারশিপের আবেদন সম্পন্ন করতে হবে। 

Official Website: Apply Now

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Her

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button