NSDL Scholarship 2023 এর আবেদন শুরু, স্কুল ও কলেজ পড়ুয়ারা পাবে 10 হাজার টাকা

ভারতবর্ষের দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকে। শুধু সরকার নয় বিভিন্ন সময় বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলিও স্কলারশিপের মাধ্যমে দরিদ্র ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সাহায্য করে. আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করতে চলে যেটা আধা সরকারি আধা বেসরকারি. যেখান থেকে পড়ুয়ারা বছরে 10 হাজার বা তারও বেশি পরিমাণ অর্থ শিক্ষার জন্য পেতে পারে.

আজ আমরা NSDL Shiksha Sahayak Scholarship 2023 সম্পর্কে আলোচনা করতে চলেছি. বর্তমানে NSDL Scholarship 2023 এর আবেদন শুরু হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই স্কলারশিপে কার আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগছে, আবেদন কত তারিখ পর্যন্ত চলবে? তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সেই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

কারা দিচ্ছে এই স্কলারশিপ – ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটারি লিঃ তরফ থেকে এই স্কলারশিপ প্রোগ্রাম শুরু করা হয়েছে। এই প্রোগ্রামটি ভারত সরকার অনুমোদিত e- government এর অন্তর্গত একটি স্কিমের আওতায় পড়ে।

কারা আবেদন করতে পারবে? অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষারত পড়ুয়ারা, এবং সাধারণ কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এই স্কলারশিপ এর জন্য আবেদন। ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীরাই এই স্কলারশিপে আবেদন করার যোগ্য। সব থেকে মজার বিষয় হল, অন্য কোন জায়গা থেকে স্কলারশিপ পেলেও এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। 

আবেদন করার যোগ্যতা – (১). পড়ুয়াকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। (২). পারিবারিক বার্ষিক আই তিন লক্ষ টাকার বেশি হলে হবে না। (৩). শিক্ষার্থীকে রেগুলার স্টুডেন্ট হতে হবে। (৪). পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৬০% নম্বর পাওয়া আবশ্যক। এই চারটি ক্রাইটেরিয়া সম্পূর্ণরূপে ফুলফিল করলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

স্কলারশিপ থেকে পাওয়া মোট টাকার পরিমান – বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা স্কলারশিপের অর্থ প্রদান করা হয়।

অষ্টম এবং নবম শ্রেণীতে পাঠরত পড়ুয়ারা ২৫০০ টাকা স্কলারশিপ পাবে। দশম শ্রেণীর পড়ুয়ার অর্থাৎ যারা এ বছর মাধ্যমিক দেবে তারা পাবে ৩৫০০ টাকা। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অর্থাৎ যারা এই বছর উচ্চমাধ্যমিক দেবে তারা ৫০০০ টাকা স্কলারশিপ পাবে। সাধারণ কলের ছাত্রছাত্রীরা যারা BA, BCom, BMS, BSc, BBA, MSc, M.Com, MA করছে তারা বছরে ১২ হাজার টাকা স্কলারশিপ পাবে.

আবেদন পদ্ধতি – এই স্কলারশিপে ইচ্ছুক আবেদনকারীরা বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন. আমরা আমাদের এই নিবন্ধের নিচে এই স্কলারশিপের আবেদন করা সরাসরি লিংক প্রদান করলাম। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে সরাসরি আবেদন পত্র পূরণ করুন। আবেদন করার সময় অবশ্যই খুবই সতর্কতার সাথে নিজের সমস্ত তথ্য প্রদান করুন। কারণ কোন ভুল তথ্য দেওয়া হলে তৎক্ষণাৎ আপনার আবেদন পত্রটি রিজেক্ট হয়ে যাবে। আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন তা নিচে দিয়ে দেওয়া হলো। 

আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস – (১). ফটো আইডেন্টিটি প্রুফ, (২). পূর্ববর্তী পরীক্ষার মার্কশীট, (৩). ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, (৪). পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট, (৫). ইনস্টিটিউশন থেকে বোনাফাইট সার্টিফিকেট, (৬). নতুন ক্লাসে ভর্তি হওয়ার ফী রশিদ।

গুরুত্বপূর্ণ তারিখ – এই স্কলারশিপের আবেদন শুরু হয়েছে ২৯/০৯/২০২৩. আবেদন করার শেষ তারিখ ২৯/১০/২০২৩. এই স্কলারশিপের আবেদন চলছে, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Apply Now – Registration

Official Website – Click Here

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button