Kotak Kanya scholarship 2023: 1.5 লক্ষ টাকা বৃত্তি পাওয়া যায়, দ্রুত আবেদন করুন!

Kotak Kanya scholarship 2023: 1.5 লক্ষ টাকা বৃত্তি পাওয়া যায়, দ্রুত আবেদন করুন!

কোটাক এডুকেশন ফাউন্ডেশনের তরফ থেকে ভারতবর্ষের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এর মাধ্যমে বিশাল অংকের আর্থিক সাহায্য করছে। Kotak Kanya scholarship 2023 এর আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন করার পূর্বে আবেদন করার যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন করার শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্কলারশিপের পরিমাণ বা বেনিফিটস

এই স্কলারশিপ এর জন্য যে সমস্ত ছাত্রী এলিজিবল হবে, তাদেরকে কোটাক এডুকেশন ফাউন্ডেশনের তরফ থেকে বছরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপে সুবিধা দেওয়া হয়।

আবেদন করার যোগ্যতা

প্রথম: এই স্কলারশিপ আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়: পূর্ববর্তী পরীক্ষায় অর্থাৎ 12 ক্লাসে ন্যূনতম ৮৫% নম্বর নিয়ে পাশ করতে হবে। তৃতীয়: বাৎসরিক ফ্যামিলি ইনকাম ৬ লক্ষ টাকার বেশি হলেও হবে না। চতুর্থ: যে সমস্ত ছাত্র-ছাত্রী ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, এলএলবি, আর্কিটেকচার, ডিজাইন অথবা অন্যান্য যে কোন প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছে তারাই কেবল এই স্কলারশিপে আবেদন করার যোগ্য।

আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে

প্রথম: এই স্কলারশিপে আবেদন করার জন্য পূর্ববর্তী পরীক্ষা অর্থাৎ ১২ এর মার্কশিট প্রয়োজন হবে. দ্বিতীয়: ফ্যামিলি ইনকাম প্রুফ, তৃতীয়: বর্তমানে ভর্তি হওয়া কোর্সের ফি স্ট্রাকচার। চতুর্থ: ফটো আইডেন্টিটি প্রুফ, পঞ্চম: পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ষষ্ঠ : ব্যাঙ্ক পাস বুকের জেরক্স।

আবেদন পদ্ধতি

Step 1: আবেদন করার জন্য আবেদনকারী কে প্রথমে Buddy4Study অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। Step 2: হোমপেজে প্রবেশ করার পর আপনাকে আপনার বৈধ মোবাইল নাম্বার অথবা ইমেইল এড্রেস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। step 3: এবার পুনরায় লগইন করার পর অফিসিয়াল ওয়েবসাইট এর হোমপেজে অবস্থিত ‘Kotak Kanya scholarship 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে। step 4: অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হলে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন। step 5: শেষে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button