বেসরকারি স্কলারশিপ থেকে সকল পড়ুয়ারা 30,000 টাকা বৃত্তি পাচ্ছে, এখনও আবেদন চলছে

পড়াশোনায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হল অর্থনৈতিক। বহু মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এভাবেই অর্থনৈতিক কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে। সাধ থাকলেও সাধ্যের অভাবে স্বপ্ন পূরণ হয় না। সেই স্বপ্ন পূরণের পথে মেধাবী ছাত্রছাত্রীদের এগিয়ে দেওয়ার জন্য HT Parekh Foundation নিয়ে এসেছে এক অভিনব স্কলারশিপ স্কীম, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা পেতে পারে ১ লক্ষ টাকার স্কলারশিপ!

Badte Kadam Scholarship এর মূল লক্ষ্য হল, আর্থিকভাবে অনগ্রসর পরিবারভুক্ত ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তা করা। স্কুল ফীস, টিউশন‌ ফীসসহ অন্যান্য ক্ষেত্রে খরচ নির্বাহে সাহায্য করবে এই স্কলারশিপ। 

কারা আবেদন করতে পারবে – সাধারণ স্নাতক পড়ুয়ারা যেমন B.Com, B.A, B.CA -এর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। পেশাদার স্নাতক ছাত্রছাত্রীরা যেমন – MBBS, B.Tech, B.Arch, BA-LLB, Nursing, Fashion, BCA এবং BBA-এর পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। 

স্কলারশিপের অ্যামাউন্ট: সাধারণ স্নাতক পড়ুয়ারা 30,000 টাকা এবং পেশাদার স্নাতক পড়ুয়ারা 100000 টাকার স্কলারশিপ পেতে পারেন। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের পরিমাণ 30,000 টাকা। 

আবেদনের যোগ্যতা: দ্বাদশ‌ শ্রেণী উর্ত্তীর্ণ স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপে। শেষ শিক্ষাবর্ষের মার্কস 70% থাকতে হবে। পারিবারিক বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। 

প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপে আবেদনের যোগ্যতা: 80% বা তার ওপর লিগ্যাল ফিজিক্যাল ডিসঅ্যাবিলিটির প্রুফ থাকতে হবে। শেষ পরীক্ষার মার্কস 60% রাখতে হবে। পারিবারিক বার্ষিক আয় 6 লক্ষ টাকার নীচে হতে হবে। 

স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: (১). প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটো, (২). শেষ এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট, (৩). আধার কার্ড/ভোটার কার্ড/প্যান‌ কার্ড/ড্রাইভিং লাইসেন্স, (৪). চলতি বছরের শিক্ষাবর্ষে অ্যাডমিশনের প্রুফ, (৫). আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, (৬). পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র, (৭).  প্রতিবন্ধী জন্য প্রতিবন্ধী প্রমাণপত্র। 

স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হবে? স্টেপ 1: প্রথমে Buddy4study-তে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। স্টেপ 2: তারপর ‘বড়তে কদম স্কলারশিপ 2023-24’-এর পেজে গিয়ে Start Application -এ ক্লিক করতে হবে। স্টেপ 3: ঠিকঠাক ভাবে ফর্মফিলআপ করে এবং ডক্যুমেন্টস আপলোড করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ: এই স্কলারশিপের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন শেষ তারিখ 20শে নভেম্বর, 2023।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Official Website – Click Here

Apply Now – Link

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button