WBPSC Food SI Practice Set 98, দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করুন

WBPSC Food SI Practice Set 98, দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করুন

WBPSC Food SI সেশানের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আপলোড করে থাকি। প্রত্যেকটি প্র্যাকটিস সেটে দশটি করে স্পেশাল প্রশ্ন দেয়া হচ্ছে। যে প্রশ্নগুলি আমাদের অভিজ্ঞ শিক্ষকরা প্রচুর যাচাই ও বাছাইয়ের পর সিলেক্ট করে। এই প্রশ্নগুলি থেকে আগত চাকরির পরীক্ষায় প্রচুর কমন আসার সম্ভাবনা রয়েছে। তাই সময় নষ্ট না করে নিজের সেলফ স্টাডির পাশাপাশি, প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(১). দিল্লি সুলতানির কে শেষ শাসক ছিলেন? 

(i) ইব্রাহিম লোদী (ii) আলাউদ্দিন আলম শাহ  (iii) সিকান্দার লোদী (iv) বাহলুল লোদী    

(2). নাসির উদ্দিন চিরাগ কি লিখেছিলেন? 

(i) একজন সুফি সন্ন্যাসী (ii) খিলজি বংশের একজন সুলতান (iii) আলাউদ্দিন খিলজী সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ (iv) গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী       

(3). সুলতান মামুদ __ বার ভারত আক্রমণ করেন?

(i) 17 (ii) 12 (iii) 20 (iv) 5            

(4). দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন __

(i) বলবন (ii) ইলতুৎমিস (iii) কুতুবউদ্দিন আইবক (iv) নাসিরউদ্দিন     

(5). পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝেমধ্যে খরা দেখা যায় কেন?

(i) খুবই সীমিত বৃষ্টিপাত (ii) ল্যাটেরাইট জাত মৃত্তিকা (iii) অধ্যক্ষ জলব্যবস্থাপনা (iv) মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন 

(6). পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কি আহরণ খনন করা হয় না?

(i) কর্দম (ii) প্রাকৃতিক গ্যাস (iii) ভৌমজল (iv) বালি    

(7). কোন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? 

(i) সন্ধান (ii) গ্লাইকোলাইসিস (iii) ইলেকট্রন পরিবহন (iv) সাইট্রিক অ্যাসিড চক্র  

(8). একটি পদার্থের অধ্যায় ১০ দিন যদি সেই পদার্থের ভর ২ গ্রাম হয় তাহলে 40 দিন পর সেই পদার্থের কতখানি অবশিষ্ট থাকবে? 

(i) ৫ গ্রাম (ii) ০.১২৫ গ্রাম (iii) ১.২৫ গ্রাম (iv) ০.০১২৫ গ্রাম              

(9). ১৯৬৯ সালে কতগুলি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল?

(i) ১৩টি (ii) ১২টি (iii) ১৫টি (iv) ১৪ টি 

(10). ভারতের কোন ব্যাংক টাকার কাগজি মুদ্রা যোগান দেয় কে?

(i) ভারতীয় রিজার্ভ ব্যাংক (ii) ভারত সরকারের অর্থমন্ত্রক (iii) ভারতীয় স্টেট ব্যাঙ্ক (iv) কোনোটিই নয়।  

Ans: (1) ইব্রাহিম লোদী (2) একজন সুফি সন্ন্যাসী (3) 17 (4) কুতুবউদ্দিন আইবক (5) খুবই সীমিত বৃষ্টিপাত (6) ভৌমজল (7) ইলেকট্রন পরিবহন (8) ০.১২৫ গ্রাম (9) ১৪ টি (10) ভারত সরকারের অর্থমন্ত্রক। 

Join US on WhatsApp – Click Here

Join US on Telegram – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button