Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Food SI Practice Set 25: Practice Set 19: নতুন ফুড সাব-ইন্সপেক্টর প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

WBPSC Food SI Practice Set 25: Practice Set 19: নতুন ফুড সাব-ইন্সপেক্টর প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
WBPSC Food SI Practice Set 25: Practice Set 19: নতুন ফুড সাব-ইন্সপেক্টর প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
WBPSC Food SI Practice Set 25: Practice Set 19: নতুন ফুড সাব-ইন্সপেক্টর প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

পশ্চিমবঙ্গ ফুড এসআই সাব ইন্সপেক্টরের 25 তম প্রাকটিস সেট নিয়ে চলে এলাম। এই প্রাকটিস সেট গুলিকে আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে প্রস্তুত করা হয়ে থাকে। বিগত WBPSC Food SI এক্সামের প্রশ্নপত্র এনালাইসিস করে, এবং চলতি বছরে কি ধরণের প্রশ্ন আসতে পারে তার উপর ভিত্তি করে এই প্রাকটিস সেট গুলিকে প্রস্তুত করা হয়। সুতরাং আপনি আপনার প্রস্তুতির পাশাপাশি এই প্রাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে আরো উন্নত করুন। 

(1). রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?  

(i) চান হুদরো (ii) মহেঞ্জোদারো (iii) লোথাল (iv) কালিবঙ্গান

(2). ঋকবেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল?

(i) অগ্নি (ii) ইন্দ্র (iii) ঊষা (iv) সাবিত্রী

(3). সুলতানি যুগের আকবর বলা হয় কাকে??

(i) আলাউদ্দিন খিলজী (ii) ইলতুতমিস (iii) ফিরোজ শাহ তুঘলক (iv) গিয়াসউদ্দীন বলবন

(4). দিল্লি লোদী সুলতানগণ ছিলেন __

(i) পারসিক (ii) তুর্কি (iii) আফগান (iv) আরব

(5). লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত?

(i) প্রবাল (ii) নিমজ্জিত পর্বত (iii) মৃত আগ্নেয়গিরি (iv) লবণাক্ত জলাভূমি

(6). ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত?

(i) পাললিক শিলা (ii) প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা (iii) লাভা প্রবাহ (iv) পলিমাটি

(7). আরাবল্লী একটা পুরানো __

(i) হোর্স্ট (ii) ভঙ্গিল পর্বত (iii) স্তুপ পর্বত (iv) আগ্নেয়গিরি

(8). একটি স্কেলার রাশির উদাহরণ__

(i) বল (ii) বেগ (iii) শক্তি (iv) ভরবেগ

(9). ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়?

(i) ২৬ শে জানুয়ারি ১৯৪৯ (ii) ২৬ শে জানুয়ারি ১৯৫০ (iii) ৩১ শে জানুয়ারি ১৯৪৯ (iv) ২৬ শে নভেম্বর ১৯৪৯

(10). ভারতীয় সংবিধানের গণপরিষদের দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন?

(i) ডক্টর রাজেন্দ্র প্রসাদ (ii) জহরলাল নেহেরু (iii) ডঃ বি আর আম্বেদকর (iv) কেউই না

Ans: (1). কালিবঙ্গান, (2) সাবিত্রী, (3) ফিরোজ শাহ তুঘলক, (4) আফগান, (5) প্রবাল, (6) প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা, (7) ভঙ্গিল পর্বত, (8) শক্তি, (9) ২৬ শে নভেম্বর ১৯৪৯, (10) ডক্টর রাজেন্দ্র প্রসাদ

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here