SSC GD Constable Practice Set 37: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আজকে আমরা সম্পূর্ণ নতুন SSC GD Constable 2023 পরীক্ষার 37 তম Practice Set নিয়ে চলেছে এলাম। আমরা কেবল আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ ফ্রিতে এই প্র্যাকটিস সেটের আয়োজন করেছি। এই প্র্যাকটিস সেট গুলি থেকে আপনারা SSC GD Constable 2023 – 24 পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পাবেন। তাই সময় নষ্ট না করে প্রতিদিন আমাদের এই নতুন সেশানে অংশগ্রহণ করুন। 

(১). সূর্যসিদ্ধান্ত কে লিখেছেন?

(i) বরাহমিহর (ii) আর্যভট্ট  (iii) সুশ্রুত (iv) বররুচি     

(2). সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন __

(i) নাগার্জুন (ii) অশ্বঘোষ (iii) হরিষেণ (iv) আর্য ভট্ট     

(3). গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন__

(i) শ্রীগুপ্ত (ii) প্রথম চন্দ্রগুপ্ত (iii) স্কন্দগুপ্ত (iv) সমুদ্রগুপ্ত  

(4). “নেপোলিয়ন” নামে অভিহিত কে?

(i) কনিষ্ক (ii)অশোক (iii) দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য (iv) সমুদ্রগুপ্ত   

(5). কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা রেখা অবস্থান করছে?

(i) বিহার (ii) ঝাড়খন্ড  (iii) আসাম (iv) উড়িষ্যা  

(6). পশ্চিমবঙ্গের __ শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়.

(i) কোচবিহার (ii) জলপাইগুড়ি (iii) আলিপুরদুয়ার (iv) শিলিগুড়ি  

(7). AMRI তে যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেটি কোন গ্যাসের কারণে হয়েছে?

(i) কার্বন মনোক্সাইড (ii) কার্বন-ডাই-অক্সাইড  (iii) হাইড্রোজেন সালফাইড (iv) মিথেন      

(8). ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া কি ধরণের?

(i) হাইড্রোলাইসিস (ii) বিয়োজন (iii) অক্সিডেশান/ জারণ (iv) রিডাকশন /বিজারণ       

(9). WTO র পূর্ব নাম কি ছিল?

(i) OECD (ii) UNCTAD (iii) UNDO (iv) গাট্টা

(10). সার্ক কোন দেশসমূহের আঞ্চলিক সংগঠনে তৈরী?

(i) দক্ষিণ আমেরিকার দেশ (ii) দক্ষিণ এশিয়ার দেশ (iii) এশিয়ার ও আফ্রিকার দেশ (iv) দক্ষিণ আফ্রিকার দেশ 

Ans: (1) বিন্দুসার (2) হরিষেণ (3) শ্রীগুপ্ত (4) সমুদ্রগুপ্ত (5) ঝাড়খন্ড (6) শিলিগুড়ি (7) কার্বন মনোক্সাইড (8) অক্সিডেশান/ জারণ (9) GATT (10) দক্ষিণ এশিয়ার দেশ। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button