কারেন্ট অ্যাফেয়ার্স 2nd October 2023 | Daily Current Affairs In Bengali 2023 PDF

আজকে আমরা 2nd October 2023-এর Current Affairs গুলি সম্পর্কে আলোচনা করতে চলে আসলাম। আপনারা যারা WBCS, police, food si, miscellaneous ও অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমাদের এই Daily Current Affairs In Bengali খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নেওয়া যাক। 

গণিতে ২০২৩ সালে শাস্ত্র রামানুজন পুরস্কারে কে ভূষিত হলেন?

(১) শাই এভরা (২) অ্যাডাম হারপার (৩) রুইস্কিয়াং জাং (৪) উইল সাউইন

Ans. রুইস্কিয়াং জাং

ভারতের কোন শহরে প্রথমবারের জন্য ‘cartography Museum’ প্রস্তুত করা হচ্ছে?

(১) জয়পুর (২) জয়সলমীর (৩) মাইসোর (৪) ভোপাল

Ans. মাইসোর

এশিয়ান গেমস ২০২৩ এ পুরুষদের ৫০ মিটার শুটিং রাইফেলে তিনটে পজিশনে দলগত ভাবে কোন পদক জিতলেন?

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনটাই না

Ans. সোনা

এশিয়ান গেমস ২০২৩ টেনিস পুরুষ mixed doubles এ ঋতুজা ভোসলে এবং রোহন বোপান্না কোন পদক জিতলেন?   

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনটাই না

Ans. সোনা

পূর্ব এশিয়ার তাইওয়ানের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিনের নাম কি?

(১) হাইকুন (২) তাইপেন (৩) হাইফান (৪) তাইকুন 

Ans. তাইপেন

এশিয়ান গেমস ২০২৩-এ ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে পলক গুলিয়া কোন পদক জিতল?

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনটাই না

Ans. সোনা 

সাম্প্রতিক কোন রাজ্য সরকার তাদের রাজ্যে হুক্কা বার ব্যান করল?

(১) তামিলনাড়ু (২) হরিয়ানা (৩) ওড়িশা (৪) উত্তর প্রদেশ

Ans. হরিয়ানা

‘World talent ranking 2023’ এ ভারত কত তম স্থানে অবস্থান করছে?

(১) 25 (২) 50 (৩) 56 (৪) 60

Ans. 56

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট এর তরফ থেকে World talent ranking প্রকাশ করা হয়ে থাকে। ২০২৩ এ রাঙ্কিং এর শীর্ষ অবস্থান করছে সুইজারল্যান্ড, দ্বিতীয় পজিশনে রয়েছে লুক্সেমবার্গ, এবং তৃতীয় পজিসনে অবস্থান করছে আইসল্যান্ড। 

গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়?

(১) ১লা অক্টোবর (২) 2nd অক্টোবর (৩) 3রা অক্টোবর (৪) 4 অক্টোবর

Ans. 2nd অক্টোবর

Sydney marathon 2023 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি হলেন? 

(১) সৌরভ গাঙ্গুলী (২) মিলিন্দ সোমান (৩) সুনীল ছেত্রী (৪) রোহিত শর্মা 

Ans. মিলিন্দ সোমান

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button