ICDS Anganwadi Practice Set 16: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

এইমাত্র মুর্শিদাবাদ জেলার জন্য ICDS Anganwadi worker and helper এর পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হল। আমরা ইতিমধ্যেই সেই প্রশ্নপত্রর সেটটি আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি। আপনাদের প্রস্তুতিতে আপনারা আমাদেরকে সবসময় পাশে পাবেন। আর সেই কথা মাথায় রেখেই প্রতিদিন আপনাদের জন্য একটি করে স্পেশাল ICDS Anganwadi Practice Set এর বন্দোবস্ত করা হচ্ছে। আপনি প্রতিদিন এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে আরও নিখুঁত করে তুলুন। 

(1). দিল্লির সুলতানের একজন বিখ্যাত কোবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়   ?

(i) আমির খসরু (ii) অলবিরুন (iii) জিয়াউদ্দিন বরনী  (iv) উদবি    

(2). ইকতা প্রথার প্রবর্তন কে করেন?

(i) মোহাম্মদ ঘোরী (ii) কুতুবউদ্দিন আইবক (iii) গিয়াসউদ্দিন বলবন (iv) ইলতুৎমিস

(3). ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কবে বাংলা আক্রমণ করেন ?

(i) 1194 খ্রি: (ii) 1199 খ্রি: (iii) 1202 খ্রি: (iv) 1206 খ্রি: 

(4). তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরী ও  ______ মধ্যে  ?

(i) রানা সঙ্গ  (ii) রানাপ্রতাপ (iii) পৃথ্বীরাজ চৌহান (iv) রানা হাম্মিরদেব    

(5). নিন্মে দিল্লি সুলতানের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ভূষিত হতে এবং বিশ্ব জয় করতে চেয়েছিলেন ?

(i) আলাউদ্দিন খিলজী  (ii) গিয়াসউদ্দিন বলবান (iii) মোহাম্মদ বিন তুঘলক (iv) এদের কেউই নন 

(6). নিম্নলিখিত কোনটি পূর্বাঘাতক পশ্চিমঘাটের মিলন স্থল?

(i) জাভাদি পাহাড় (ii) আনাইমালাই পাহাড় (iii) নীলগিরি পাহাড় (iv) সেভরয় পাহাড়

(7). ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ‘ঘাট’ কথাটির অর্থ হলো ?

(i) বন্দর (ii) সিঁড়ি (iii) বিচ্যুতি (iv) ফাঁক বা পাথর

(8). ADH এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়?

(i) ডাইবেটিস ইনসিপিডাস (ii) ডায়াবেটিস মেলিটাস (iii) গ্রেভ এর রোগ  (iv) কুসিং সিনড্রোম

(9). নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রাকৃতিক হরমোন?

(i) NAA  (ii) IAA (iii) 2,4-D (iv) IBA 

(10). ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হলো ?

(i) 15 ই আগস্ট 1947 (ii) 24 শে জুলাই 1948 (iii) 20 জানুয়ারি 1951 (iv) 26 শে জানুয়ারি 1950

Ans: (1) আমির খসরু, (2) ইলতুৎমিস, (3) 1202 খ্রি:, (4) পৃথ্বীরাজ চৌহান, (5) আলাউদ্দিন খিলজী, (6) নীলগিরি পাহাড়, (7) ফাঁক বা পাথর, (8) ডাইবেটিস ইনসিপিডাস, (9) IAA (10) 26 শে জানুয়ারি 1950। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button