PSC Clerkship Practice Set 50: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship Practice Set 50: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আমরা আমাদের ওয়েবসাইটে একদমই নতুন PSC Clerkship Practice Set 50 আপলোড করলাম। যে প্র্যাকটিস সেট গুলি থেকে আগত PSC Clerkship 2024 পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পাবেন। তাই আর কথা না বাড়ি চলুন আজকের নতুন Practice Set 50 দেখে নিন। 

(১). জালালউদ্দিন মঙ্গরবাণী ছিলেন__ 

(i) পারস্য সম্রাট (ii) আফগানিস্তানের শাসক (iii) খোয়ারিজম ও খিবার শাসক (iv) মঙ্গেলিয়ার শাসক      

(2). দিল্লি সুলতানের প্রতিষ্ঠা কে করেছিলেন? 

(i) কুতুবউদ্দিন আইবক (ii) মোহাম্মদ ঘোরী (iii) গিয়াসউদ্দিন বলবন (iv) ইলতুৎমিস     

(3) দাস বংশের মধ্যে কোন সুলতান দাস ছিলেন না?

(i) ইলতুৎমিস (ii) কুতুবউদ্দিন আইবক (iii) বলবন (iv) রাজিয়া         

(4). কোন গ্রন্থ বলবনের সময় কাল সম্পর্কে বিবরণ প্রদান করে?

(i) শাহনামা (ii) তহকিক ই হিন্দ (iii) তারিখ ই ফিরোজশাহী (iv) উপরের কোনোটিই নয়       

(5). পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় কোনটি?

(i) মালদা (ii) জলপাইগুড়ি (iii) বর্ধমান (iv) কলকাতা 

(6). পশ্চিমবঙ্গের রাঢ় ভূপ্রকৃতি অঞ্চল কোথায় দেখা যায় না?

(i) নদীয়া (ii) কোচবিহার (iii) দক্ষিণ 24 পরগনা (iv) পশ্চিম মেদিনীপুর 

(7). তেজস্ক্রিয় মৌলের কেন্দ্র থেকে কি নির্গত হয়?

(i) প্রোটন (ii) নিউট্রন (iii) হয় প্রোটন নয় নিউট্রন  (iv) কোনোটিই নয়       

(8). তেজস্ক্রিয়তা কি ভাবে মাপা হয়?

(i) আইনস্টাইন (ii) প্ল্যাঙ্ক (iii) কুরি (iv) কোনোটিই নয়   

(9). ভারতের EXIM ব্যাংক কি করে?

(i) ভারতের শিল্প শ্রমিকদের জন্য (ii) ভারতের চাষীদের জন্য (iii) ভারতের সংসদ সদস্যদের জন্য (iv) ভারতের আমদানির রপ্তানির জন্য    

(10). ১৯৯২ সালের SEBI কে কি বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়?

(i) চেল্লাইয়া কমিটির প্রস্তাব অনুযায়ী (ii) চক্রবর্তী কমিশনের প্রস্তাব অনুযায়ী (iii) নরসিংহম কমিটির প্রস্তাব অনুযায়ী (iv) তেন্ডুলকার কমিটির প্রস্তাব অনুযায়ী  

Ans: (1) খোয়ারিজম ও খিবার শাসক (2) কুতুবউদ্দিন আইবক (3) রাজিয়া (4) তারিখ ই ফিরোজশাহী (5) কলকাতা (6) পশ্চিম মেদিনীপুর (7) কোনোটিই নয় (8) কুরি (9) ভারতের আমদানির রপ্তানির জন্য (10) নরসিংহম কমিটির প্রস্তাব অনুযায়ী। 

Join US on WhatsApp – Click Here

Join US on Telegram – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button