PSC Clerkship Practice Set 31: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আপনারা যারা PSC Clerkship পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে জানাই অগ্রিম শুভকামনা. আপনাদের জন্য আমরা একটি খুব দুর্দান্ত প্র্যাকটিস সেট সেশন এর বন্দোবস্ত করেছি। যে প্র্যাকটিস সেট গুলিকে অনুসরণ করা হলে আপনি PSC Clerkship 2023 পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা সম্পূর্ণই বিনামূল্য wbexamguide.com এ এই প্র্যাকটিস সেট গুলিকে আপলোড করে চলেছি। আপনারা দ্রুত সমস্ত প্র্যাকটিসের গুলিতে চোখ বুলিয়ে নিন। 

(১). “আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা”- বলেছিলেন? 

(i) বাল গঙ্গাধর তিলক (ii) অরবিন্দ ঘোষ (iii) স্বামী বিবেকানন্দ (iv) অশ্বিনী কুমার দত্ত  

(2). “বাংলার ঘরে যত ভাই বোন এক হউক হে ভগবান”- লিখেছিলেন__

(i) মুকুন্দ দাস (ii) রজনীকান্ত সেন (iii) দ্বিজেন্দ্রলাল রায় (iv) রবীন্দ্রনাথ ঠাকুর   

(3). রাওলাট  আইন পাশ হয় কোন সালে?

(i) ১৯১৮ (ii) ১৯১৬ (iii) ১৯২০ (iv) ১৯১৯      

(4). “ভারতের মহান বৃদ্ধ” কে?

(i) জামশেদজি টাটা (ii) দাদাভাই নৌরোজী (iii) চক্রবর্তী রাজাগোপালাচারি (iv) সুরেন্দ্রনাথ ব্যানার্জি            

(5). শীত ঋতুতে কি ধরণের বৃষ্টিপাত হয়? 

(i) পশ্চিমী ঝঞ্ঝ (ii) কালবৈশাখী (iii) আরব সাগরের নিম্নচাপ (iv) হিম তরঙ্গ 

(6). ভারতের বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য কি?

(i) ঋতু কেন্দ্রীকতা (ii) অপ্রতুলতা (iii) প্রতুলতা (iv) আঞ্চলিক বন্টন     

(7). সূর্যের শক্তি কি ভাবে উৎপন্ন হয়?

(i) দহন বিক্রিয়ায় (ii) রাসায়নিক বিক্রিয়ায় (iii) নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় (iv) নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় 

(8). সৌরশক্তি সৃষ্টি হওয়ার পদ্ধতি কি?

(i) ফিশন  (ii) ফিউশন (iii) সংকোচন (iv) বিস্ফোরণ 

(9). টারসিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের মধ্যে কোনটি পড়ে?

(i) খনি  সংক্রান্ত কাজ (ii) কুটির শিল্প (iii) পরিকাঠামো সংক্রান্ত কার্য (iv) নির্মাণ সংক্রান্ত শিল্প   

(10). বিলগ্নীকরণ নীতি কি ভাবে কাজ করে? 

(i) রাষ্ট্রয়াত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রয় করা (ii) রাষ্ট্রয়াত্তর সংস্থাগুলির বন্ধ করে দেওয়া (iii) রাষ্ট্রয়াত্তর সংস্থাগুলিকে সরকারি অংশীদারিত্ব বাড়ানো (iv) উপরের কোনোটিই নয়  . 

Ans: (1) স্বামী বিবেকানন্দ (2) রবীন্দ্রনাথ ঠাকুর (3) ১৯১৯ (4) দাদাভাই নৌরোজী (5) পশ্চিমী ঝঞ্ঝ (6) ঋতু কেন্দ্রীকতা (7) নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় (8) ফিউশন (9) পরিকাঠামো সংক্রান্ত কার্য (10) রাষ্ট্রয়াত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রয় করা। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button