WBPSC Food SI Practice Set 94, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে WBPSC Food SI এর 94 তম Practice Set আপলোড করা হল। এই প্র্যাক্টিস সেট গুলি থেকে আপনারা সরাসরি কমন পাবেন। তাই এখন ও পর্যন্ত যারা WBPSC Food SI Practice Set 93 দেখে ফেলেছেন, তাদেরকে আমাদের এই নতুন WBPSC Food SI Practice Set 94 এ চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

(১). বাহমানি রাজবংশের কে প্রতিষ্ঠাতা করেছিলেন?

(i) প্রথম মোহাম্মদ শাহ (ii) আলাউদ্দিন হাসান বাহমান শাহ (iii) আহমদ শাহ (iv) ফিরোজ শাহ 

(2). “কাউন্সিল অফ বারভাইস” সংগঠিত করেন কে?

(i) মাধবরাও নারায়ণ (ii) নানা ফড়নবিশ (iii) মহাদজি সিন্ধীয়া (iv) দ্বিতীয় বাজিরাও     

(3). কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার আদর্শ তুলে ধরেছিলেন? 

(i) বালাজি বিশ্বনাথ (ii) শিবাজী (iii) দ্বিতীয় বাজিরাও (iv) প্রথম বাজিরাও          

(4). বিজয়নগর সাম্রাজ্যর ধ্বংসাবশেষ এখনও কোথায় দেখতে পাওয়া যায়?

(i) গোলকুণ্ডা (ii) বিজাপুর (iii) বরোদা (iv) হাম্পি 

(5). পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রান্তের দূরত্ব কত কিলোমিটার?

(i) ৭০০ কিলোমিটার (ii) ৬০০ কিলোমিটার (iii) ৪০০ কিলোমিটার (iv) ৮০০ কিলোমিটার 

(6). হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত?

(i) তরাই (ii) ডুয়ার্স (iii) বরেন্দ্র (iv) রাঢ়   

(7). নিন্মেউল্লেখিত সবচেয়ে নমনীয় ধাতুটি কোনটি?   

(i) রুপো (ii) প্লাটিনাম (iii) সোনা (iv) লোহা 

(8). গ্যালভানাইজেশনে প্রলেপ দেওয়া হয়__

(i) অ্যালুমিনিয়াম  এবং লোহা (ii) জিঙ্ক এবং লোহা (iii) তামা এবং লোহা (iv) টিন এবং লোহা            

(9). ভারতের রিজার্ভ ব্যাংক কি? 

(i) সরকারি ব্যাংক (ii) একটি শেয়ার হোল্ডার ব্যাংক (iii) একটি তালিকাযুক্ত ব্যাংক (iv) আংশিক ভাবে ব্যক্তিগত ও আংশিকভাবে সরকারি ব্যাংক 

(10). ব্যাংকের হারের পরিমাপক কি?

(i) রাজস্বঘটিত ঘাটতি হ্রাস করা (ii) ক্রেডিট কন্ট্রোল (iii) করের রাজস্ব বৃদ্ধি (iv) মূলধনের যোগান হ্রাস করা 

Ans: (1) আলাউদ্দিন হাসান বাহমান শাহ (2) নানা ফড়নবিশ (3) প্রথম বাজিরাও (4) হাম্পি (5) ৭০০ কিলোমিটার (6) তরাই (7) সোনা (8) জিঙ্ক এবং লোহা (9) সরকারি  ব্যাংক (10) ক্রেডিট কন্ট্রোল। 

Join Whatsapp Group – Click Here

Join Telegram Channel – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button