9ই অক্টোবর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | 9th October 2023 Current Affairs In Bengali PDF

আজ আমরা 9th October 2023 এর Daily Current Affairs In Bengali সেশণ নিয়ে উপস্থিত হলাম। যে সমস্ত চাকরিপ্রার্থী কম্পিটিটিভ এক্সাম এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে এই আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিতে চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের Current Affairs গুলিকে দেখে নেওয়া যাক।।।।

সম্প্রতি কোন দেশ 2023 SAFF Under 19 Championship জিতলো?

(i) ভারত (ii) বাংলাদেশ (iii) নেপাল (iv) পাকিস্তান 

Ans. ভারত

সাম্প্রতি কোন রাজ্যের বাসহলী পশমিনা GI TAG পেলো?

(i) জম্মু-কাশ্মীর (ii) লাদাখ (iii) উত্তরাখন্ড (iv) সিকিম

Ans. জম্মু-কাশ্মীর

Whoosh নামে হাই স্পিড রেলওয়ে লঞ্চ করল __

(i) ভিয়েতনাম (ii) ইন্দোনেশিয়া (iii) হংকং (iv) থাইল্যান্ড

Ans. ইন্দোনেশিয়া

সম্প্রতি ভারতের কোন মহিলা global Indian award পেলেন?

(i) Jhumpa Lahiri (ii) Anuradha Rai (iii) Falguni Nair (iv) Sudha Murthy 

Ans. Sudha Murthy

সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রতিটি পঞ্চায়েতে একটি করে গ্রামীণ কোর্ট তৈরির পরিকল্পনা করল?

(i) উত্তর প্রদেশ (ii) কর্ণাটক (iii) তেলেঙ্গানা (iv) তামিলনাড়ু

Ans. কর্ণাটক

সম্প্রতি কোন রাজ্য 9 জন বিজ্ঞানীকে ২৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার পরিকল্পনা করলো? 

(১) উত্তর প্রদেশ (২) তামিলনাড়ু (৩) উত্তরাখান্ড (৪) পশ্চিমবঙ্গ

Ans. তামিলনাড়ু

সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে ‘social security agreement’ সাক্ষর করল?

(১) ফিলিপাইন (২) আর্জেন্টিনা (৩) ব্রাজিল (৪) জাপান

Ans. আর্জেন্টিনা

 সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান করার জন্য ভারতের কোন রাজ্য ‘ Doe nirikshan’ অ্যাপ্লিকেশন লঞ্চ করল?

(i) উত্তর প্রদেশ (ii) দিল্লি (iii) উত্তরাখান্ড (iv) পশ্চিমবঙ্গ

Ans. দিল্লি

সম্প্রতি Nokia ভারতের কোন শহরে 6G Lab Facility লঞ্চ করল?

(১) ব্যাঙ্গালোর (২) চেন্নাই (৩) ভোপাল (৪) মুম্বাই

Ans. ব্যাঙ্গালোর

General Insurance Corporation of India র ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

(১) রামস্বামী এন (২) রাকেশ সিং (৩) সে কে সিং (৪) আর কুমার

Ans. রামস্বামী এন

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button