PSC Food SI Practice Set 73: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৭৩, প্রস্তুতি নেওয়া শুরু করুন

PSC Food Sub Inspector 2023 পরীক্ষা হতে আর হাতেগোনা ৩০ দিন বাকি নেই। আশা করছি আপনারা ইতিমধ্যেই সিলেবাসের সম্পূর্ণটাই কমপ্লিট করে ফেলেছেন। আমরা ইতিমধ্যেই কেবলমাত্র আপনাদের জন্য 72 টি Sub Inspector প্র্যাক্টিস সেট আমাদের ওয়েবসাইট আপলোড করে ফেলেছে। আপনারা দ্রুত এই প্র্যাকটিস সেট গুলিতে চোখ বুলিয়ে নিজেদের সাফল্যের দিকে এগিয়ে যান। 

(1) “ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক” গান্ধীজি কার আগমন উপলক্ষ্য এমনটা বলেছিলো?

(i) ক্যাবিনেট মিশন (ii) সাইমন কমিশন (iii) লর্ড ওয়াভেন (iv) ক্রিপস মিশন   

(2). ডান্ডি অভিযান কোন সালে হয়েছিল?

(i) 7 আগস্ট, 1942 (ii) 12 এপ্রিল, 1925 (iii) 14 মে, 1935 (iv) 12 মার্চ, 1930  

(3) ডান্ডি মার্চ -এর সঙ্গে কোন আন্দোলন শুরু হয়েছিল?

(i) অসহযোগ আন্দোলন (ii) হোমরুল আন্দোলন (iii) ভারত ছাড়ো আন্দোলন (iv) আইন অমান্য আন্দোলন 

(4). __ ১৯৩২  খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন।

(i) সৈয়দ আহমেদ (ii) জিন্না (iii) লর্ড কার্জন  (iv) র‍্যামসে ম্যাকডোনাল্ড  

(5). গোলাকার পৃথিবীর মডেল প্রথম বারের জন্য কে তৈরি করেন?

(i) ক্রেটস (ii) মার্কেটর (iii) অ্যারিস্টোট্ল (iv) আর্কিমিডিস 

(6). কোন যুগে পৃথিবীর সর্বশেষ হীন যুগের সূচনা হয়েছিল?

(i) কার্বোনিফেরাস (ii) প্লাইস্টোসিন (iii) কেমব্রিয়ান (iv) টার্সিয়ারী     

(7). আলোকরশ্মির প্রাথমিক রং কোন গুলি?

(i) লাল নীল সবুজ (ii) লাল সবুজ নীল হলুদ (iii) হলুদ নীল লাল ছাই রং (iv) উপরের কোনোটিই নয়    

(8). মোটর গাড়ির ভিউ ফাইন্ডারটি কি ধরণের দর্পণ?

(i) অবতল দর্পণ (ii) সমতল দর্পণ (iii) উত্তল লেন্স (iv) উত্তল দর্পণ     

(9). ভারতের বৃহৎ শিল্পায়ন কোন পরিকল্পনা কালে শুরু হয়?

(i) দ্বিতীয় পরিকল্পনা কালে (ii) প্রথম পরিকল্পনাকালে (iii) চতুর্থ পরিকল্পনাকালে (iv) তৃতীয় পরিকল্পনা কালে  

(10). কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় 

(i) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (ii) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (iii) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (iv) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

Ans: (1) ক্রিপস মিশন (2) 12 মার্চ 1930  (3) আইন অমান্য আন্দোলন (4) র‍্যামসে ম্যাকডোনাল্ড (5) অ্যারিস্টোট্ল (6) টার্সিয়ারী (7) লাল নীল সবুজ (8) উত্তল দর্পণ (9) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে (10) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button