SSC GD Constable Practice Set 15: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 15: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আপনারা যারা স্টাফ সিলেকশন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত GD Constable এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুবিধার্থে আমরা একটি প্র্যাকটিস সেট সেশনের আয়োজন করেছি। যে প্র্যাকটিস সেটগুলিতে খুবই ইম্পরট্যান্ট ১০ টি করে প্রশ্ন আলোচনা করা হচ্ছে। যে প্রশ্নগুলো আগত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ.

এছাড়াও আপনি বুঝতে পারবেন যে, SSC GD Constable পরীক্ষার সিলেবাস এর কোন জায়গা গুলিতে আপনার বেশি জোড় দিতে হবে। তাই প্রতিদিন নিয়মিত একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করে, নিজেদের প্রস্তুতিকে আরো নিখুঁত করে তুলুন। আর কথা না বাড়িয়ে চলুন আজকের নতুন প্র্যাকটিস সেটটিকে দেখে নিন। 

(1). ব্রিটিশ সরকার দ্বারা কত সালে বাংলা ভাগ হয়েছিল?

(i) 1941 (ii) 1911 (iii) 1910 (iv) 1971      

(2). কে মাস্টারদা নামে পরিচিত ছিলেন?

(i) সূর্যসেন (ii) পুলিন বিহারী ঘোষ (iii) যতীন্দ্রনাথ ব্যানার্জি (iv) রাসবিহারী ঘোষ       

(3). ব্রিটিশদের বিরুদ্ধে রানী গাইডিলিউ একজন বিদ্রোহী নেতৃত্বে দিয়েছিলেন, তিনি ছিলেন __

(i) ত্রিপুরা (ii) মনিপুর (iii) অসম (iv) নাগাল্যান্ড 

(4). স্বদেশীকে নিম্নে উল্লেখিত কে বরিশালে গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন?

(i) বিপিনচন্দ্র পাল (ii) পুলিন দাস (iii) অশ্বিনী কুমার দত্ত (iv) মুকুন্দ দাস        

(5). ভারতের কোন রাজ্যে তফসিলি উপজাতি শ্রেণীর জনসংখ্যার হার সর্বোচ্চ?

(i) মেঘালয় (ii) মিজোরাম (iii) মনিপুর (iv) মধ্যপ্রদেশ 

(6). বিগত শতাব্দীতে সব থেকে বেশী ভারতীয়দের বিদেশে স্থায়ী প্রবাসী হওয়ার কারণ কি ছিলো?

(i) পেট্রোডলার রিভোলিউশন (ii) ব্রেইন ড্রেন   (iii) রবার এবং চায়ের চাষ (iv) আখ চাষ

(7). একটি সেলাই মেশিনের গতি কি ধরণের?

(i) সরলরৈখিক গতি (ii) বৃত্তাকার গতি (iii) ঘূর্ণন গতি iv) দোলনগতি 

(8). এক টুকরো পাথরের সুতো বেঁধে যদি গকে তাকে উলম্ব তলে সমকোণিক বেগে ঘুরানো হয়, সেক্ষেত্রে সুতোর টান কি হবে?

(i) পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে (ii) পাথরটি সর্বোচ্চ অবস্থানে থাকবে (iii) টান সবসময় সমান থাকবে (iv) সুতো অনুভূমিক থাকবে  

(9). ভারতের খাদ্য নিগম কোন সালে প্রতিষ্ঠিত হয়?

(i) ১৯৬০ (ii) ১৯৫৫ (iii) ১৯৬০ (iv) ১৯৬৫  

(10). সবুজ বিপ্লব প্রথম ভারতের কোথায় ঘটেছিল?

(i) বিহার ও পশ্চিমবঙ্গ (ii) পাঞ্জাব ও হরিয়ানা (iii) গুজরাটে মহারাষ্ট্র (iv) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু

Ans: (1) 1911 (2) সূর্যসেন (3) নাগাল্যান্ড (4) অশ্বিনী কুমার দত্ত (5) মিজোরাম (6) ব্রেইন ড্রেন (7) দোলনগতি (8) পাথরটি সর্বোচ্চ অবস্থানে থাকবে (9) ১৯৬৫ (10) পাঞ্জাব ও হরিয়ানা

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button