ICDS Practice Set 43: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Practice Set 43: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Anganwadi worker and helper 2023 পরীক্ষার জন্য যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করছি। এই প্র্যাকটিস সেট গুলি আপনারা যদি ভালোভাবে অনুসরণ করেন, এখান থেকে গ্যারান্টি কমন পাবেন। আর কথা না বাড়িয়া আজকেরের নতুন প্র্যাকটিস সেট অর্থাৎ 43 তম প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে?

(i) এস এন ব্যানার্জি (ii) ডব্লিউ সি ব্যানার্জি (iii) মহাত্মা গান্ধী (iv) এ ও হিউম     

(2). জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি __ ছিলেন।

(i) ডব্লিউ সি ব্যানার্জি (ii) দাদাভাই নৌরোজি (iii) এস এন ব্যানার্জি (iv) ফিরোজ শাহ মেহতা      

(3). কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথমবার উত্থাপিত হয়?

(i) অমৃতসর (ii) নাগপুর (iii) কলকাতা (iv) লাহোর  

(4). জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়?

(i) বোম্বে (ii) কলকাতা (iii) পুনে (iv) মাদ্রাজ 

(5). কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে __ বলা হয়?

(i) রীতিসিদ্ধ অঞ্চল (ii) সমপ্রকৃতি অঞ্চল (iii) প্রাকৃতিক অঞ্চল (iv) কার্যকরী অঞ্চল   

(6). পৌর বসতির জনসংখ্যা যখন ১,০০,০০০ অতিক্রম করে, তখন তাকে কি বলা হয়?  

(i) নগর (ii) শহর (iii) পৌর মহাপুঞ্জ (iv) মহানগর   

(7). নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে, তার প্রধান কারণ কি;

(i) সমুদ্রে জাহাজের বেগ অধিক (ii) সমুদ্রের জল অপেক্ষাকৃত উষ্ণ (iii) সমুদ্রের নোনা জলের ঘনত্ব অধিক (iv) নদীর জলের ঘনত্ব অধিক      

(8). আপনি একটি নির্দিষ্ট উচ্চতা থেকে বল ছেড়ে দেওয়ার পর, মাটির সঙ্গে তার সংঘর্ষ হলে কি হয়?

(i) পূর্বের উচ্চতায় উঠবে (ii) পূর্বাপেক্ষা কম উচ্চতায় উঠবে (iii) উচ্চতা স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে না (iv) পূর্ব দিকে অধিক উচ্চতায় উঠবে   

(9). ভারতের অভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান কি?

(i) বেসরকারি শিল্পক্ষেত্রের (ii) পরিবার ক্ষেত্রের (iii) বৈদেশিক ক্ষেত্রের (iv) সরকারি ক্ষেত্রের      

(10). Gross National Product ধার্য করার সময় কি বিবেচিত হয় না?

(i) বেসরকারি বিনিয়োগ (ii) সরকার দ্বারা পূর্ণ ক্রয় (iii) নিট বৈদেশিক বিনিয়োগ (iv) নাগরিকদের মাথাপিছু আয়  

Ans: (1) এ ও হিউম (2) ডব্লিউ সি ব্যানার্জি (3) লাহোর (4) বোম্বে (5) সমপ্রকৃতি অঞ্চল (6) নগর (7) সমুদ্রের নোনা জলের ঘনত্ব অধিক (8) পূর্বাপেক্ষা কম উচ্চতায় উঠবে (9) পরিবার ক্ষেত্রের (10) নাগরিকদের মাথাপিছু আয় .

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button