15 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

15 January 2024 তারিখের নতুন Current Affairs নিয়ে চলে এলাম। যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে আপনারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারবেন। কারণ যে কোন সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বাধ্যতামূলক আসবেই আসবে। তাই সময় নষ্ট না করে প্রতিদিন একটু নির্দিষ্ট সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি নিতে থাকুন। আর কথা না বাড়িয়ে চলুন, আজকের অর্থাৎ 15 January 2024 Current Affairs দেখে নেওয়া যাক। 

সম্প্রতি ভারতীয় গায়িকা প্রভা আত্রে 13ই জানুয়ারী 2024 এ পরলোক গমন করেছেন, তিনি কোন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের সদস্য ছিলেন?

(i) Gwalior Gharana (ii) Dilli Gharana (iii) Kirana Gharana (iv) Agra Gharana

Clean Survey 2023 এ কোন দুটি শহর cleanest Ganga city পুরস্কারে ভূষিত হলেন?

(i) বারানসি এবং প্রয়াগ রাজ (ii) বারানসি এবং কানপুর (iii) প্রয়াগরাজ এবং গাজীপুর (iv) কানপুর এবং প্রয়াগরাজ 

Upsc র নতুন সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হলো ?

(i) বীরেন্দ্র সিং পাঠানিয়া (ii) এস কিশোর (iii) শীল বর্ধন সিং (iv) লেফটেন্যান্ট জেনারেল গুরবির পাল সিং  

রাষ্ট্রপতি ভারতীয় কোন সংবিধানের ধারার মাধ্যমে UPSC র সদস্য ও চেয়ারম্যানদের অপসারণ করতে পারে?

(i) 233 (ii) 317 (iii) 21 (iv) 2390 

 শ্রী চন্দ্রশেখর কোন রাজ্যের হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন?

(i) গুহাটি (ii) কলকাতা (iii) মাদ্রাজ (iv) ঝাড়খন্ড l 

সম্প্রতি কোন রাজ্যের নতুন dgp পদে রশ্মি শুক্লাকে নিযুক্ত করা হলো?

(i) হরিয়ান (ii) উত্তর প্রদেশ (iii) মহারাষ্ট্র (iv) পাঞ্জাব 

উট উৎসব কোথায় পালন করা হচ্চে?

(i) বিকানের (ii) জয়সলমীর (iii) পুষ্কর (iv) নাগৌর  

বাসবরাজু এস কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সেক্রেটারি পদে যুক্ত হলেন?

(i) বিহার (ii) ছত্রিশগড় (iii) পাঞ্জাব (iv) রাজস্থান  

World Trade Organisation এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) সেন্থীল পান্ডিয়ান (ii) অরিন্দম বাগচী (iii) অরুন কুমার সিং (iv) মনোজ কুমার 

সম্প্রতি কোন ব্যাংক samman rupay credit card লঞ্চ করল?

(i) IndusInd Bank (ii) State Bank of India (iii) Axis Bank (iv) Punjab National Bank

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button