WBPSC Food SI Practice Set 91, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

WBPSC Food SI Practice Set 91 নিয়ে চলে এলাম। আপনারা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি, আপনাদের হাতে আর খুব বেশি সময় অবশিষ্ট নেই। ২০২৪ সালের মার্চ মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তাই হাতে যতটুকু সময় রয়েছে সঠিক স্ট্রাটেজি মেনটেন করে পড়াশোনা চালিয়ে যান। আপনাদের জন্য আমরা প্রতিদিন একটি করে নতুন প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করে চলেছি। এই প্র্যাকটিস সেট গুলি থেকে আপনারা কমন পাবেন। এই সময় নষ্ট না করে প্রতিদিন এই প্র্যাকটিস সেট গুলিতে চোখ বুলিয়ে রাখুন। 

(১). __ চোল রাজা বাংলা জয় করেছিলেন।

(i) প্রথম রাজেন্দ্র চোল (ii) রাজারাজ (iii) রাজাধি রাজ (iv) দ্বিতীয় রাজেন্দ্র চোল       

(2). নাসিক প্রসস্তি শিলালিপি __ প্রচার করেছিলেন।

(i) সমুদ্র গুপ্ত (ii) গৌতমি পুত্র সাতকর্ণী (iii) ধর্মপাল (iv) হর্ষবর্ধন  

(3). “আইহোল প্রশস্তি” রচনা করেছিলেন কে?

(i) রবিকীর্তি (ii) কৌটিল (iii) নয়নিকা (iv) হরিষেন       

(4). গান্ধার শিল্পশৈল যুক্ত __

(i) দ্বিতীয় পুলকেশী (ii) কনিষ্ক (iii) পুষ্যমিত্র (iv) হর্ষবর্ধন         

(5). চিত্তরঞ্জন শহর কিসের জন্য বিখ্যাত? 

(i) লৌহ ও ইস্পাত শিল্প (ii) সার  কারখানা (iii) সিমেন্ট কারখানা (iv) লোকোমোটিভ কারখানা   

(6). হলদিয়া বিখ্যাত তার কারণ কি?

(i) গভীর সমুদ্র মৎস্য চাষ কেন্দ্র (ii) পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র (iii) কারিগরি শিল্প কেন্দ্র (iv) লৌহ  ইস্পাত শিল্প কেন্দ্র 

(7). হোয়াইট ভিট্রিয়ল__ 

(i) ZnSO4.7H2O (ii) FeSO4.7H2O (iii) CuSO4.5H2O (iv) MgSO4.7H2O         

(8). নরমাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা কত?

(i)  1.00 নরমাল (ii) 0.84% (iii) 1% (iv) 1.00 মোলার          

(9). পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন ধরণের কর আদায়ের ক্ষমতা রাখে?

(i) বিক্রয়কর (ii) আয়কর (iii) ভূমি রাজস্ব (iv) টোল ট্যাক্স ও জলকর   

(10). ভারতীয় অর্থনীতি কি ধরণের?

(i) মিশ্র অর্থনীতি (ii) সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাহীন অর্থনীতি (iii) ধনতান্ত্রিক অর্থনীতি (iv) উপরের কোনোটিই নয়     

Ans: (1) প্রথম রাজেন্দ্র চোল (2) গৌতমি পুত্র সাতকর্ণী (3) রবিকীর্তি (4) কনিষ্ক (5) লোকোমোটিভ কারখানা (6) পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র (7) ZnSO4.7H2O (8) 0.84% (9) টোল ট্যাক্স ও জলকর (10) মিশ্র অর্থনীতি. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button