WBPSC Clerkship Practice Set 02: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

আর মাত্র কিছুদিনের মধ্যেই WBPSC Clerkship এর ফর্ম ফিলাপ শুরু হবে। এই রূপ পরিস্থিতিতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানদের কাজ। আমরা এখন থেকে প্রতিদিন একটি করে প্রাকটিস সেট আপলোড করে চলেছি। আপনারা সেল্ফ স্টাডির সাথে সাথে প্রতিদিন আমাদের এই প্রাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। 

(1). বুদ্ধদেব কত বছর বয়সে গৃহত্যাগ করেন?

(i) 28 বছর (ii) 29 বছর (iii) 30 বছর (iv) 31 বছর

(2). অশোকের ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার প্রথম করেন?

(i) প্রিন্সেপ (ii) কানিংহাম (iii) বার্জেস (iv) আর. এল. মিত্র 

(3). আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন?

(i) 16 মাস (ii) 19 মাস (iii) 24 মাস (iv) 20 মাস

(4). নিন্মলিখিত ব্যাক্তিদের মধ্যে কে প্রথম 1857 সালের বিদ্রোহের পতাকা উত্তোলন করে ছিলেন?

(i) তাঁতিয়া টোপি (ii) নানা সাহেব (iii) রানী লক্ষীবাঈ (iv) মঙ্গল পান্ডে

(5). ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল?

(i) 1941 (ii) 1911 (iii) 1910 (iv) 1971 

(6). মাস্টারদা নামে কে পরিচিত?

(i) সূর্যসেন (ii) পুলিন বিহারি ঘোষ (iii) যতীন্দ্রনাথ ব্যানার্জি (iv) রাসবিহারী ঘোষ

(7). ভারত ও মায়ানমারের মধ্যে ___ পর্বতশ্রেণী অবস্থান করছে?

(i) নামচা বারোয়া (ii) লুসাই (iii) তুরা (iv) খাসি 

(8). নিম্নলিখিত নদী গুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত?

(i) নর্মদা (ii) মহানদী (iii) কৃষ্ণা (iv) গোদাবরী

(9). ভারতের সর্বোচ্চ বাঁধ___

(i) ভাকরা (ii) হিরাকুদ (iii) মাইথন (iv) মেত্তুর 

(10). একজন প্রাপ্তবয়স্কের হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় ___

(i) ২০০ লিটার (ii) ১৫০ লিটার (iii) ৩৪০ লিটার  (iv) ৩০০ লিটার

Ans: (1) 29 বছর, (2) প্রিন্সেপ, (3) 19 মাস, (4) মঙ্গল পান্ডে, (5) 1911, (6) সূর্যসেন, (7) লুসাই, (8) নর্মদা, (9) ভাকরা, (10) ৩০০ লিটার. 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Leave a Comment