26 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

26th December 2023 current affairs নিয়ে উপস্থিত হলাম। চাকরির পরীক্ষা গুলিতে ১০০% কমন পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্সকে ইগনোর করা মানে মহা বিপদ। তাই আপনি যদি একটি সফল জীবন আশা করেন, তাহলে যেকোনো ভাবে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিন চোখ বুলিয়ে রাখুন। 

ভারতের কোন রাজ্য 2023- 2024 বিজয় হাজারে ট্রফি জিতল?

(i) হরিয়ানা (ii) পাঞ্জাব (iii) ঝাড়খন্ড (iv) মহারাষ্ট্র

International tennis Hall of Fame এ কোন টেনিস তারকা অন্তর্ভুক্ত হলেন?

(i) লিয়েন্ডার পেজ (ii) বিজয় অমৃতরাজ (iii) রোহন বোপান্না (iv) a & b

ভারতের প্রথমবারের জন্য সোডিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তি কোন কোম্পানি নিয়ে এলো?

(i) KPIT (ii) HCL (iii) NGK Insulators Ltd (iv) altris AB

কোন দেশ ২০০০ মিটার মাটির নিচে পৃথিবীর সবথেকে গভীরতম ও বৃহত্তম ভূগর্ভস্থ ল্যাব বানালো?

(i) চীন (ii) জাপান (iii) কানাডা (iv) জাপান

আন্তর্জাতিক মানব সংহতি দিবস কত তারিখে পালন করা হয়?

(i) 15 ডিসেম্বর (ii) 20 ডিসেম্বর (iii) 17 ডিসেম্বর (iv) 16 ডিসেম্বর

উত্তরপ্রদেশ সরকার কতগুলি সাইবার ক্রাইম থানা খোলার অনুমোদন দিয়েছে?

(i) 57 (ii) 47 (iii) 75 (iv) 67

সম্প্রতি Afghan women skill development centre সংস্থাটি International gender equality price 2023 অ্যাওয়ার্ড পেল। এই অ্যাওয়ার্ডটি কোন দেশ দিয়েছে?

১) সুইডেন (২) ফিনল্যান্ড (৩) নরওয়ে (৪) আইসল্যান্ড

সম্প্রতি senior National snooker title কে জিতেছে?

(১) Saurabh Kothari (২) Pankaj Advani (৩) Hussain Khan (৪) Aditi Ashok

সম্প্রতি Prisons and Correctional Services এর director general পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) অজয় কোঠারি (ii) মহেশ্বর দয়াল (iii) গোবিন্দ আদ্ভানি (iv) বিমল জালান

সম্প্রতি কোন দেশে Abdul Fatah El-Sisi তৃতীয়বারের জন্য পুনরায় রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? 

(i) কাজাখাস্তান (ii) সৌদি আরব (iii) ইজিপ্ট (iv) সংযুক্ত আরব আমিরাত

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button