ICDS Helper & Worker Practice Set 1: লেটেস্ট প্র্যাক্টিস সেটে চোখ বুলিয়ে নিন

সম্প্রতি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল। খুব শীঘ্রই সম্পূর্ণ রাজ্য জুড়ে বহুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে শূন্য পদের সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। তাই প্রতিযোগিতার মানও আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে, সফলতা পাওয়ার জন্য আপনাকে অন্যদের তুলনায় একধাপ এগিয়ে থাকতে হবে।

আপনাদের সুবিদার্থে আমাদের টিমের তরফ থেকে ICDS Helper & Worker পরীক্ষার প্র্যাকটিস সেট শুরু করা হচ্ছে। প্রতিদিন আপনাদের জন্য একটি করে প্র্যাকটিস সেট আমাদের ওয়েবসাইট আপলোড করা হবে।

(1).  সূর্য শক্তি অর্জন করে__ পদ্ধতিতে।

(a) ফিশণ (b) ফিউশন (c) বিস্ফোরণ (d) বিকিরণ

(2).  রকেটে__ধরনের জ্বালানী ব্যবহৃত হয়.

(a) ডিজেল (b) পেট্রোল (c) তরল হাইড্রোজেন (d) কোণটিই সঠিক নয়

(3).  ধাতু নয়__

(a) ফসফরাস (b) জিঙ্ক (c) টাংস্টেন (d) মার্কারি

(4).  ভারতের সবথেকে বড় পশুমেলা কোথায় আয়োজিত হয় ?

(a) হাজিপুর (b) দ্বারভাঙ্গা (c) সমস্তিপুর (d) শোনপুর

(5).  সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি?

(a) অমৃতা কৌর (b) মীরা সাহিব ফাতিমা  বিবি (c) সরোজিনী নাইডূ (d) সুজাতা মনোহর

(6).  পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত?

(a) বিষ্ণুপুর (b) মুর্শিদাবাদ (c) মাইথন (d) ঝাড়গ্রাম

(7).  ভারতীয় বায়ু সেনার সর্বাধিক কমিশনড রাঙ্ক কোনটি?

(a) ব্রিগেডিয়ার (b) অ্যাডমিরাল (c) এয়ার চিফ মার্শাল (d) এয়ার কমান্ডার

(8).  তড়িৎশক্তির একক নিচের কোনটি?

(a) ওয়াট / ঘণ্টা (b) ওয়াট (c) ভোল্ট (d) অ্যাম্পিয়ার

(9).  প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাল কোনটি?

(a) ১৯৪৭-১৯৫২ (b) ১৯৫১-১৯৫৬ (c) ১৯৫৬-১৯৬১ (d) ১৯৪৯-১৯৫৪

(10). এক ফ্যাদাম সমান কত ?

(a) ৬ ফুট (b) ৬ মিটার (c) ৬০ ফুট (d) ১০০ সেমি
Ans: (1). ফিউশন, (2) তরল হাইড্রোজেন, (3) ফসফরাস, (4) শোনপুর, (5) মীরা সাহিব ফাতিমা বিবি, (6) মাইথন, (7) এয়ার চিফ মার্শাল, (8) ওয়াট / ঘণ্টা, (9) ১৯৫১-১৯৫৬, (10) অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button