Home পরীক্ষা প্রস্তুতি Primary TET 2023 Practice Set 02: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

Primary TET 2023 Practice Set 02: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

0
Primary TET 2023 Practice Set 02: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন
Primary TET 2023 Practice Set 02: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

যারা কয়েকদিনের মধ্যে Primary TET 2023 পরীক্ষা দিতে চলেছেন, তাদের জন্য আমরা নতুন এই প্র্যাকটিস সেশানের ব্যবস্থা করেছি। আমরা জানি ইতিমধ্যেই আপনারা আপনাদের প্রস্তুতির অনেকদুর এগিয়ে গিয়েছেন। তাই আমরা শেষ মুহূর্তে আপনাদের জন্য কিছু প্র্যাক্টিস সেটের বন্দোবস্ত করেছি। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রস্তুতি কেমন হলো। তাই সময় নষ্ট না করে, প্রতিদিন একটি করে প্র্যাক্টটিস সেটে অংশগ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। 

(1). ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত?

(i) মধ্যপ্রদেশ (ii) আসাম (iii) মহীশূর (iv) রাজস্থান     

(2). পোলিওমাইলাইটিস রোগের কারণ হলো __  

(i) ছত্রাক (ii) ব্যাকটেরিয়া (iii) ভাইরাস (iv) উপরের সব কয়টি  

(3). ‘দিগ্বিজয়’ সন্ধি বিচ্ছেদ কর__

(i) দিক্ + বিজয় (ii) দিগ্ + বিজয় (iii) দিক্ + বীজয় (iv) কোনটি নয়

(4). চিরপ্রবাসী শব্দের সমাস

(i) চির প্রবাসী যে (ii) চিরকালব্যাপী প্রবাসী (iii) চির প্রবাসী (iv) কোনটাই নয়   

(5). কি দেখা মাত্র গল্প কথকের নদী-পর্বত, অরণ্যের কথা মনে পড়ে যায়?

(i) বিদেশি মানুষ (ii) গাড়ি (iii) বন্ধুবান্ধব (iv) বাইরের ধানক্ষেত  

(6). বলুনতো নাপিত শব্দের লিঙ্গান্তর করলে কি হবে?

(i) নাপিত স্ত্রী (ii) নাপিতিনি (iii) মেয়ে নাপিত (iv) কোনটাই নয়

(7). ‘করমের যুগ এসেছে’ কবিতাটির লেখক কে?

(i)  প্রেমেন্দ্র মিত্র (ii) রবীন্দ্রনাথ ঠাকুর (iii) মুকুন্দ দাস (iv) বিমল চন্দ্র ঘোষ    

(8). Janki Nath Bose originally belong__

(i) 24 Parganas (ii) Odisha (iii) south 24 Parganas (iv) North 24 Pargana

(9). সুভাষচন্দ্র বসুর বাবার ছিলেন একজন __

(i) social reformer (ii) lawyer (iii) patriot (iv) lawyer and social reformer

(10). ২৫ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলোর যোগফল কত

(i) 282 (ii) 187 (iii) 255 (iv) 228  

Ans: (1) রাজস্থান (2) ভাইরাস (3) দিক্ + বিজয় (4) চিরকালব্যাপী প্রবাসী (5) বিদেশি মানুষ (6) নাপিতিনি (7) মুকুন্দ দাস (8) south 24 Parganas (9) lawyer and social reformer (10) 228.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here