WBPSC Food SI Practice Set 90, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

2024 সালের মার্চ মাসে WBPSC Food SI পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। হাতে খুব কম সময় অবশিষ্ট রয়েছে। এই সময়ের মধ্যে আপনি যদি এই পরীক্ষাটিকে ক্র্যাক করতে চান তাহলে সঠিক স্ট্রাটিজি মেন্টেন করে আপনাকে পড়াশোনা করতে হবে। এই স্ট্রাটেজি মেইনটেইন আপনি অনেক ভাবে করতে পারেন। তার মধ্যে একটি হলো নিজের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্র্যাকটিস সেট অনুসরণ করা।

এই প্র্যাকটিস সেট গুলি যদি আপনি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি খুবই কম সময়ের মধ্যেই পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। পরীক্ষায় ভালো প্রিপারেশন নেওয়ার অন্যতম প্রধান উপায় হল এই প্র্যাকটিস সেট এবং বিভিন্ন মক টেস্টে অংশগ্রহণ করা। এটি হলো যেকোনো পরীক্ষায় এলিজিবল হওয়ার সবথেকে শর্টকাট প্রসেস।

কারণ এই সমস্ত প্র্যাকটিস সেট এবং মক টেস্ট গুলিতে আপনি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কে দেখতে পাবেন। এছাড়াও আপনি বুঝতে পারবেন সিলেবাসের কোন অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন আসতে পারে। কারণ তেমনভাবেই এই প্র্যাকটিস গুলি প্রস্তুত করা হয়। এই প্রাকটিস সেট গুলোতে দেওয়া প্রশ্নগুলো আগত চাকরির পরীক্ষার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে প্রতিদিন আমাদের এই প্র্যাকটিসের গুলিতে চোখ বুলিয়ে রাখুন। 

WBPSC Food SI Practice Set 90

(১). মালয় দ্বীপপুঞ্জ শাসন করত কোন রাজবংশ?

(i) চেরা (ii) চোল (iii) শৈলেন্দ্র (iv) পান্ডিয়া      

(2). কোন বংশের আমলে কিলোড়াই কৈলাস মন্দির নির্মাণ করা হয়েছিল?

(i) রাষ্ট্রকূট (ii) চালুক্য (iii) চোল (iv) পল্লব 

(3). আঙ্কোরভাট কে প্রতিষ্ঠা করেছিলেন? 

(i) অজাত শত্রু (ii) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (iii) কনিষ্ক  (iv) সূর্যবর্মন      

(4). চালুক্য সাম্রাজ্য কোথায় কোথায় বিস্তৃত ছিল?

(i) মালব (ii) গুজরাট (iii) সুদূর দক্ষিণ ভারত (iv) দাক্ষিণাত্য        

(5). পশ্চিমবঙ্গে কত উচ্চতায় ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি লক্ষ্য করা যায়?

(i) ১০০০ মি – ১৫০০ মি (ii) ১০০০ মিটারের নিচে (iii) ৩০০০ মিটারের উপরে (iv) ১৫০০মি -৩০০০মি  

(6). ফারাক্কা বাঁধ কি কারণে নির্মিত করা হয়েছিল?

(i) জলবিদ্যুৎ উৎপাদনের জন্য (ii) হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য (iii) রসের জমিতে জল সরবরাহের জন্য (iv) উপরের কোনোটিই নয়    

(7). নিন্মলিখিত সবচেয়ে শক্তিশালী electropositive কোনটি?

(i) Li (ii) Cs (iii) K (iv) Mg         

(8). দুধ কি ধরণের দ্রবণ? 

(i)  ট্রু সলিউশন (ii) সাসপেনশন (iii) জেল (iv) ইমালসন        

(9). মূল্য যুক্তি কর কোন দ্রব্যের উপর আরোপিত হয়ে থাকে?

(i) উৎপাদনের সর্বশেষ স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর (ii) সর্বশেষ ভোক্তার উপর (iii) উৎপাদকের উৎপাদন ব্যয়ের অংকে সর্বমোট যে মূল্য যুক্ত হয় তার উপর (iv) উৎপাদনের প্রতিটি স্তরে যে মূল্য যুক্ত হয় তার উপর  

(10). বাজেট ম্যানেজমেন্ট আইন এবং ফিসক্যাল রেসপনসিবিলিটি যে বিষয়গুলির উপর প্রযোজ্যতা হলো সেটি বাজেটের __

(i) শুধু ফিসকাল ঘাটতি (ii) শুধু রেভিনিউ ঘাটতি (iii) শুধু রাজ্যগুলির বাজেটের ফিসকাল ঘাটতি (iv) ফিসকাল ও রেভিনিউ ঘাটতি উভয়ই    

Ans: (1) শৈলেন্দ্র (2) রাষ্ট্রকূট (3) সূর্যবর্মন (4) দাক্ষিণাত্য (5) ১০০০ মিটারের নিচে (6) হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য (7) Cs(8) ইমালসন (9) উৎপাদনের প্রতিটি স্তরে যে মূল্য যুক্ত হয় তার উপর (10) ফিসকাল ও রেভিনিউ ঘাটতি উভয়ই.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button