রেচন থেকে 50 টি সেরা প্রশ্ন, চাকরির পরীক্ষায় 100% গ্যারান্টি কমন পাবেন

আপনারা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা প্রায় সময় একটি নির্দিষ্ট টপিকের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসি। আজ আমরা রেচনের উপর 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে আসলাম। যে প্রশ্নগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় কমন আসবেই। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন, এই আর্টিকেলটি আপনার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই আর্টিকেল থেকে আপনি চাকরি পরীক্ষায় কমন ১০০% পাবেন।

প্রাণীদেহে কার্বন ডাই অক্সাইড কোন প্রকারের?

(i). রেচনবস্তু (ii). শ্বসনবস্তু (iii). পোষক (iv). ক্ষরণবস্তু

রেচন বস্তু উৎপন্ন হয়___

(i). পরিপাকের ফলে (ii). বিপাকের ফলে (iii). পুষ্টির ফলে (iv). রেচনের ফলে

নিচে উল্লেখিত নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি?

(i). নিকোটিন (ii). রেসারপিন (iii). মরফিন (iv). রজন

নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কোনটি?

(i). রজন (ii). গদ (iii). উপক্ষার (iv). তরুক্ষির

রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে?

(i). সর্পগন্ধা (ii). তামাক (iii). সিঙ্কোনা (iv). চা

সিঙ্কোনা গাছ থেকে কি পাওয়া যায়?

(i). নিকোটিন (ii). রেসারপিন (iii). মরফিন (iv). কুইনাইন

শিখা কোশ বা ফ্লেম কোশ কোন প্রাণীতে পাওয়া যায়?

(i). গোল কৃমি (ii). কেঁচো (iii). যকৃত কৃমি (iv). জোঁক

কোন প্রাণীর রেচন অঙ্গ নেফ্রিডিয়া?

(i). পতঙ্গ (ii). চিংড়ি (iii). চ্যাপ্টা কৃমি (iv). কেঁচো

লেবুতে কি থেকে?

(i). টারটোরিক অ্যাসিড (ii). ম্যালিক অ্যাসিড (iii). সাইট্রিক অ্যাসিড (iv). অক্সালিক অ্যাসিড

নিম্নে উল্লেখিত কোন উদ্ভিদ ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে? 

(i). বাবলা (ii). পেঁপে (iii). আমড়া (iv). লেবু

তেঁতুলের কি পাওয়া যায়?

(i). টারটোরিক অ্যাসিড (ii). ম্যালিক অ্যাসিড (iii). সাইট্রিক অ্যাসিড (iv). অক্সালিক অ্যাসিড

আপেলে কি পাওয়া যায়?

(i). টারটোরিক অ্যাসিড (ii). ম্যালিক অ্যাসিড (iii). সাইট্রিক অ্যাসিড (iv). অক্সালিক অ্যাসিড

মানুষের কোন অঙ্গে গ্লোমেরুলাস বর্তমান?

(i). বৃক্কে (ii). যকৃতে (iii). ফুসফুসে (iv). থাইরয়েডে

সিস্টোলিথ কোথায় পাওয়া যায়? 

(i). আম (ii). বট (iii). তেতুল পাতায় (iv). জাম

স্তন্যপায়ী প্রাণীর প্রধান রেচন পদার্থ কোনটি?

(i). অ্যামোনিয়া (ii). ইউরিক অ্যাসিড (iii). Co2 (iv). ইউরিয়া

মানবদেহে প্রতিদিন কত পরিমাণ মূত্র উৎপাদিত হয়?

(i). 4000ml (ii). 1500ml (iii). 5000ml (iv). 3000ml

বৃক্কের একক কি?

(i). নেফ্রন (ii). নিউরোন (iii). শিখাকোশ (iv). সবুজ গ্রন্থি

মানবদেহের কোথায় অরনিথিন চক্র অনুষ্ঠিত হয়?

(i). ফুসফুসে (ii). যকৃতে (iii). ক্ষুদ্রান্তে (iv). বৃক্কে

কোন রোগের ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয়?

(i). ডায়াবেটিস (ii). কলেরা (iii). প্লুরিস (iv). যক্ষা

বলুন তো আদিমতম বৃক্ক কোনটি?

(i). শিখাকোশ (ii). সবুজ গ্রন্থি (iii). নিউরোন (iv). ম্যালপিজিয়ান নালিকা

মানুষের মুত্রাশয়ে কি পরিমান মূত্র সঞ্চিত থাকতে পারে?

(i). 100-200ml (ii). 200-400ml (iii). 500-800ml (iv). 400-700ml

কেন মুত্রের রং হালকা হলুদ হয়?

(i). হিমোগ্লোবিনের জন্য (ii). ইউরিয়ার জন্য (iii). ইউরিক অ্যাসিডের জন্য (iv). ইউরোক্রমের জন্য

দৈনিক কি পরিমাণ মূত্র উৎপাদিত হয়?

(i). 1.5 লিটার (ii). 1 লিটার (iii). 2.5 লিটার (iv). 2 লিটার

মানুষের বৃক্কে সব মিলিয়ে নেফ্রনের সংখ্যা কত?

(i). 6 লক্ষ (ii). 5 লক্ষ (iii). 10 লক্ষ (iv). 7 লক্ষ

নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কারপারসন মধ্যস্থ রক্তজালক গুচ্ছকে কি বলা হয়?

(i). গ্লোমেরুলাস (ii). হেনলির লুপ (iii). ব্যাওম্যানস ক্যাপসুল (iv). জাক্সটাগ্লোমেরুলার যন্ত্র

কাঁকড়াবিছার রেচন অঙ্গের নাম কি?

(i). কক্সাল গ্রন্থি (ii). ম্যালপিজিয়ান নালিকা (iii). শিখা কোশ (iv). নেফ্রিডিয়া

প্রতি মিনিটে বৃক্কে কত পরিমাণ মূত্র উৎপন্ন হয়?

(i). 1 ml (ii). 0.5 ml (iii). 3 ml (iv). 2 মল

কোনটি নেফ্রনের অংশ নয়?

(i). হেনলির লুপ (ii). ম্যালপিজিয়ান নালিকা (iii). বৃক্কিও নালিকা (iv). অ্যাপেনডিক্স

কোন উদ্ভিদের মধ্যে রাফাইড থাকে?

(i). আমড়া (ii). আমলকি (iii). কচু পাতায় (iv). বট

মূত্রে কোন পদার্থের উপস্থিতির জন্য হিমাচুরিয়া ঘটে?

(i). বিলিরুবিন (ii). ফ্যাট (iii). রক্ত (iv). পুঁজ

নিম্নে উল্লেখিত কোন উদ্ভিদ বাকলমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে?

(i). অর্জুন (ii). পেয়ারা (iii). আম  (iv). উল্লেখিত সবগুলোই

নিম্নে উল্লেখিত উদ্ভিদ গুলোর মধ্যে কোনটি পর্ণমোচি উদ্ভিদ?

(i). নিম (ii). আমড়া (iii). শিমুল  (iv). নিম, আমড়া, শিমুল

কুইনাইন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে?

(i). সিঙ্কোনা গাছের ছালে (ii). তামাক পাতায় (iii). আফিম গাছের ফলে ত্বকে (iv). কফির বীজে

নিম্নে উল্লেখিত কোন উদ্ভিদ তরুক্ষের নিঃসরণের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে?

(i). পেয়ারা (ii). নিম (iii). জাম (iv). ফনীমনসা

ক্যাফেইন পাওয়া যায় __

(i). তামাক পাতায় (ii). সিঙ্কোনা গাছের ছালে (iii). আফিম গাছের ফলে ত্বকে (iv). কফির বীজে

নিকোটিন পাওয়া যায় কোথায়?

(i). তামাক পাতায় (ii). সিঙ্কোনা গাছের ছালে (iii). আফিম গাছের ফলে ত্বকে (iv). কফির বীজে

উপক্ষার __বিপাকের ফলে সৃষ্টি হয়।

(i). ফ্যাট (ii). প্রোটিন (iii). কার্বোহাইড্রট (iv). লিপিড

মরফিন পাওয়া যায় কোথায়?

(i). তামাক পাতায় (ii). সিঙ্কোনা গাছের ছালে (iii). আফিম গাছের ফলত্বকে (iv). কফির বীজে

রক্তচাপ কমানোর কাজে কোন উপক্ষার ব্যবহার করা হয়?

(i). রেসারপিন (ii). নিকোটিন (iii). মরফিন (iv). কুইনাইন

আরশোলার রেচন অঙ্গের নাম কি?

(i). নেফ্রিডিয়া (ii). ফ্লেমসেল (iii). ম্যালপিজিয়ান নালিকা (iv). কক্সাল গ্রন্থি

চিংড়ির রেচন অঙ্গের নাম__

(i). নেফ্রিডিয়া (ii). ম্যালপিজিয়ান নালিকা (iii). কক্সাল গ্রন্থি (iv). সবুজ গ্রন্থি

মাকড়সার রেচন অঙ্গের নাম কি?

(i). নেফ্রিডিয়া (ii). ম্যালপিজিয়ান নালিকা (iii). কক্সাল গ্রন্থি (iv). ফ্লেমসেল

হাইড্রার রেচন অঙ্গ __

(i). দেহত্বক (ii). সংকোচিত গহ্বর (iii). নেফ্রিডিয়া (iv). বৃক্ক

কেঁচোর রেচন অঙ্গের নাম কি?

(i). নেফ্রিডিয়া (ii). ম্যালপিজিয়ান নালিকা (iii). কক্সাল গ্রন্থি (iv). সবুজ গ্রন্থি

গ্লোমেরিউলাস কোথায় থাকে?

(i). যকৃতে (ii). বৃক্কে (iii). ফুসফুসে (iv). ত্বকে

সিবাম নির্গত হয়__

(i). সিবেসিয়াস গ্রন্থি থেকে (ii). ধর্মগ্রন্থি থেকে (iii). ফুসফুস থেকে (iv). বৃক্ক থেকে

প্রাণীর রেচন পদার্থ কোনটি?

(i). তরুক্ষীর (ii). ইউরিয়া (iii). নিকোটিন (iv). রজন

মানুষের আনুষঙ্গিক রেচন অঙ্গ __

(i). যকৃত (ii). ত্বক (iii). ফুসফুস (iv). যকৃত, ত্বক, ফুসফুস

ধুতরা পাতায় এবং ফলে কি রেচন পদার্থ থাকে?

(i). অ্যাট্রোপিন (ii). নিকোটিন (iii). অ্যাকোনিটিন (iv). ডাটুরিন

ট্যানিন কোথা থেকে পাওয়া যায়?

(i). চা গাছের পাতায় (ii). লবঙ্গের ফুলে (iii). করবি পাতায় (iv). পাইন গাছে

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button