ICDS Anganwadi Practice Set 13: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আজ আমাদের ICDS Anganwadi Practice Set এর 13তম সংযোজন। এই প্র্যাকটিস সেট গুলিকে আমাদের সমস্ত অভিজ্ঞ টিম মেম্বারদের দ্বারা প্রস্তুত করা হয়। আপনারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যই প্র্যাকটিস সেট গুলি অনবদ্য প্রমাণিত। সেল্ফ স্টাডির সাথে সাথে প্রতিদিন আমাদের দেওয়া এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে, নিজেদের প্রস্তুতিকে আরো নিকট করে তুলুন। 

(1). কে ভারতের জাতীয় কংগ্রেসকে ‘ অতি ক্ষুদ্র এক অণুবীক্ষণিক সংস্থা’ বলে উপহাস করেছিল?

(i) লর্ড কার্জন (ii) লর্ড ডাফরিন (iii) লর্ড চেমসফোর্ড (iv) লর্ড মিন্টো  

(2). গদর দলের নেতা কে ছিলেন?

(i) লালা হারদয়াল (ii) ভগত সিং (iii) ভি ডি সাভারকার (iv) তিলক

(3). কার নেতৃত্বে ‘চট্টগ্রাম অস্ত্রাগার’ লণ্ঠিত হয়?

(i) শচীন্দ্রনাথ সান্যাল (ii) মাস্টারদা সূর্যসেন (iii) রামপ্রসাদ বিসমিল (iv) বটুকেশ্বর দত্ত 

(4). ‘ঢাকা অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন?

(i) পুলিন দাস (ii) প্রফুল্ল চাকী (iii) যতীন্দ্রনাথ মুখার্জি (iv) এস এন সন্ন্যাল

(5). ১৯১৬ সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন?

(i) পুনে (ii) সাতারা (iii) বেরার (iv) বেলেগাঁও 

(6). নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের দুটি রাজ্যের রাজধানী?

(i) ইটানগর (ii) তিরুবনান্তপুরম (iii) চন্ডিগড় (iv) কাভারাত্তি

(7). ভারতের সর্বদক্ষিণতম বিন্দু কোনটি?  

(i) কন্যাকুমারী  (ii) মিনিকয় (iii) ইন্দিরা পয়েন্ট (iv) ধনুস্কোডি 

(8). ভারতের কোন পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে, তাকে কি বলা হয়?

(i) নগর (ii) শহর (iii) পৌর মহাপুঞ্জ (iv) মহানগর

(9). সিগারেটের লাইটারে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়?

(i) অক্সিজেন (ii) হাইড্রোজেন (iii) বিউটেন (iv) নাইট্রোজেন

(10). USB কোন ধরনের স্টোরেজ যন্ত্র?

(i) গৌণ (ii) মুখ্য (iii) তৃতীয় পর্যায়ক্রমে (iv) কোনটাই না

Ans: (1) লর্ড ডাফরিন, (2) লালা হারদয়াল, (3) মাস্টারদা সূর্যসেন, (4) পুলিন দাস, (5) বেলেগাঁও, (6) চন্ডিগড়, (7) ইন্দিরা পয়েন্ট, (8) নগর, (9) বিউটেন (10) গৌণ। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Leave a Comment