Home পরীক্ষা প্রস্তুতি ICDS Anganwadi Practice Set 17: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ICDS Anganwadi Practice Set 17: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
ICDS Anganwadi Practice Set 17: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
ICDS Anganwadi Practice Set 17: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ICDS অঙ্গনওয়াড়ি প্রাকটিস সেট সেশানের 17 তম প্রাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। আমাদের প্র্যাক্টিস সেট গুলিতে যে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে, সেগুলি অনেক অ্যানালাইসিসের পর দেওয়া হচ্ছে। আপনি আগত পরীক্ষায় উল্লেখিত প্রশ্নগুলির মধ্যে থেকে অবশ্যই কমন পাবেন। আর কথা না বাড়িয়ে চলুন আজকের প্র্যাকটিস সেট দেখে নেওয়া যাক।  

(1). ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার থেকে দেওয়ানি লাভ করেন?

(i) দ্বিতীয় শাহ আলম (ii) প্রথম বাহাদুর শাহ (iii) ঔরঙ্গজেব  (iv) সুজা উদ দৌলা  

(2). কনৌজে 1540 খ্রিস্টাব্দের শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন ?

(i) বাবর (ii) আকবর (iii) হুমায়ুন (iv) জাহাঙ্গীর

(3). কবুলিয়ৎ এবং পাট্টা কে প্রবর্তন করেন ?

(i) বাবর (ii) শেরশাহ (iii) আকবর (iv) শাহজাহান

(4). তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরী ও___মধ্যে  ?

(i) রানা সঙ্গ  (ii) রানাপ্রতাপ (iii) পৃথ্বীরাজ চৌহান (iv) রানা হাম্মিরদেব    

(5). ভারত ও মায়ানমারের মধ্যে___পর্বতশ্রেণী অবস্থিত ?

(i) লুসাই  (ii) নামচা বারোয়া (iii) খাসি (iv) তুরা

(6). রহিলখন্ড অঞ্চলটি কোথায় অবস্থিত?

(i) গুজরাট সমভূমি (ii) আরাবল্লীর পশ্চিম পাদদেশ (iii) উত্তরপ্রদেশের উত্তরা অঞ্চল (iv) বিহার

(7). ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হল ?

(i) প্রজাতি (ii) গন (iii) গোষ্ঠী (iv) ব্যক্তি

(8). নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে কেন?

(i) সমুদ্রের জল অপেক্ষাকৃত উষ্ণ (ii) সমুদ্রে জাহাজের বেগ অধিক (iii) নদীর জলের ঘনত্ব অধিক  (iv) সমুদ্রে নোনা জলের ঘনত্ব অধিক

(9). ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি

(i) সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ii) সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র (iii) সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র (iv) যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র 

(10). নিম্নলিখিত কোন পথ চেয়ে ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত নয় ?

(i) রাজ্যসভার সহ-সভাপতি (ii) লোকসভার সহ অধ্যক্ষ (iii) বিধানসভার সহ অধ্যক্ষ (iv) উপ-প্রধানমন্ত্রী

Ans: (1) দ্বিতীয় শাহ আলম, (2) হুমায়ুন, (3)শেরশাহ, (4) পৃথ্বীরাজ চৌহান, (5) লুসাই, (6) উত্তরপ্রদেশের উত্তরা অঞ্চল, (7) প্রজাতি, (8) সমুদ্রে নোনা জলের ঘনত্ব অধিক, (9) সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র (10) উপ-প্রধানমন্ত্রী। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here