Home পরীক্ষা প্রস্তুতি PSC Clerkship Practice Set 38: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship Practice Set 38: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

0
PSC Clerkship Practice Set 38: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন
PSC Clerkship Practice Set 38: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

WBPSC Clerkship 2023-24 পরীক্ষার হেতু একদম নতুন 38তম Practice Set নিয়ে উপস্থিত হলাম। আমরা ইতিমধ্যেই PSC Clerkship পরীক্ষার জন্য 37টি প্র্যাক্টিস সেট আপলোড করে ফেলেছি, আজ 38তম টিকে করা হল। আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে দ্রুত আমাদের এই নতুন ও ফ্রি প্রাকটিস সেট গুলিকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

(১). প্রাচীন ভারতের সর্বাপেক্ষা বিখ্যাত গাণিতিক কে ছিলেন?

(i) আর্যভট্ট (ii) ভবভূতি (iii) কলহণ (iv) রুদ্র সেন 

(2). গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদ পণ্ডিত কে ছিলেন?

(i) বান (ii) ভট্ট  (iii) বানভট্ট (iv) চরক     

(3) ফি কুয়ো কিং এর রচয়িতা কে?

(i) ই সিং (ii) ফা হিয়েন (iii) হিয়েন সাং (iv) মেগাস্থিনিস    

(4). এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে?

(i) নাগার্জুন (ii) অশ্বঘোষ (iii) বসুমিত্র (iv) হরিষেণ                   

(5). বালুরঘাট __ জেলার সদর।

(i) দক্ষিণ দিনাজপুর (ii) উত্তর দিনাজপুর (iii) কোচবিহার (iv) মালদা   

(6). পুরুলিয়া জেলার আদ্রা কিসের জন্য বিখ্যাত?

(i) রেল জংশন (ii) মৎস্য শিল্প (iii) স্বাস্থ্যকর স্থান (iv) জেলা সদর       

(7). বাতাসে বিদ্যুতের চমকানি বৃষ্টির গঠন কিসের কারণে শুরু হয়?  

(i) কিছু গ্যাস অনুকে স্থলাণুকে পরিণত করে (ii) বাতাসের অক্সিজেন এবং নাইট্রোজেনকে সংযুক্ত করে (iii) আলোক রাসায়নিক বিক্রিয়া শুরু করে  (iv) বিদ্যুৎ প্রবাহের নির্গমন H2O অনুগুলিকে সক্রিয় করে  

(8). নিম্নলিখিত__পদার্থ গুলির মধ্যে শুধু বিচারক হিসেবে কাজ করে?

(i) MñO2(ii) H2O2 (iii) H2S (iv) K2CrO7

(9). __ সালে রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন সূচি মানব উন্নয়ন সূচকের এর (HDI) ধারণাটি প্রবর্তন করেন?

(i) ১৯৯১(ii) ১৯৯০ (iii) ১৯৯৫  (iv) ১৯৯৩

(10). বিশ্ব বাণিজ্য সংস্থা কত তারিখে স্থাপিত হয়েছিল?

(i) ১৯৯৫ সালে (ii) ১৯৮৬ সালে (iii) ২০০৫ সালে  (iv) ২০০০ সালে। 

Ans: (1) আর্যভট্ট (2) চরক (3) ফা হিয়েন (4) হরিষেণ (5) দক্ষিণ দিনাজপুর (6) রেল জংশন (7) বিদ্যুৎ প্রবাহের নির্গমন H2O অনুগুলিকে সক্রিয় করে (8) H2S (9) ১৯৯০ (10) ১৯৯৫ সালে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here