ICDS Anganwadi Practice Set 29: হাতে বেশী সময় নেই, দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Anganwadi Practice Set 29: হাতে বেশী সময় নেই, দ্রুত প্রস্তুতি শুরু করুন 

রাজ্য সরকার বিভিন্ন জেলার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্রমে ক্রমে ICDS Anganwadi  Helper and Worker নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। ইতিমধ্যে মুশিদাবাদ এবং জলপাইগুড়ি জেলার লিখিত পরীক্ষার রেজাল্ট বের হচ্ছে। খুব শীঘ্রই আপনার ডিস্ট্রিকের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আপনি যদি এখনো এই পরীক্ষার জন্য প্রস্তুতি না শুরু করে থাকেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি শুরু করুন।

আপনার প্রস্তুতির সাহায্য হেতু আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্র্যাকটিস সেট আমাদের ওয়েবসাইটে আপলোড করে চলেছে। যে প্র্যাকটিস সেট গুলি থেকে আপনারা আগত ICDS পরীক্ষায় কমন পাবেন। তাই আপনাকে পরামর্শ দিচ্ছি প্রতিদিন অবশ্যই আমাদের এই প্র্যাকটিস সেট গুলিতে চোখ বুলিয়ে রাখুন। 

(1). দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করা হয় কত সালে?

(i) ১৮৭৫ সালে (ii) ১৮৭০ সালে (iii) ১৮৮০ সালে (iv) ১৮৭৮ সালে

(2). চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন__

(i) ওয়ারেন হেস্টিংস (ii) লর্ড কর্নওয়ালিস (iii) লর্ড বেন্টিঙ্ক (iv) জন শোর 

ICDS অঙ্গনওয়াড়ি গুরুত্বপূর্ণ বই, ১০০% সিলেবাস কমপ্লিট

(3). অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন__

(i) ক্যানিং (ii) ডালহৌসি (iii) ওয়ারেন হেস্টিংস (iv) ওয়েলেসলি   

(4). লর্ড ডালহৌসি __ সালে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন।

(i) ১৮৫৭ খ্রিষ্টাব্দ (ii) ১৮৪৮খ্রিষ্টাব্দ (iii) ১৮৫৬ খ্রিষ্টাব্দ (iv) ১৮৫৩ খ্রিষ্টাব্দ 

(5). তামা উৎপাদনে প্রথম কোন রাজ্য?

(i) রাজস্থান (ii) বিহার (iii) ওড়িশা (iv) অন্ধ্রপ্রদেশ 

(6). নেপানগরে কি উৎপাদন হয়?

(i) তামা (ii) মধু (iii) কনট্যাক্ট লেন্স (iv) নিউজপ্রিন্ট 

(7). পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়?

(i) ক্ষুদ্রান্তে (ii) পাকস্থলীতে (iii)কোলনে (iv) বৃহদান্তে 

(8). রুমিন্যান্ট পাকস্থলী কোন প্রাণীতে দেখা যায়?

(i) কুকুর (ii) গরু (iii) গিরগিটি (iv) পায়রা

(9). পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি, সেই কক্ষে সদস্যই নয়?

(i) রাজ্যসভা (ii) লোকসভা (iii) বিধান পরিষদ   (iv) বিধানসভা 

(10). কোন ধারা অনুসারে, পার্লামেন্টের উভয় কক্ষতে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়?

(i) ১১২নং ধারা (ii) ৭৩ নং ধারা (iii) ৩৭০ নং ধারা(iv) ৩৬০ নং ধারা

Ans: (1) ১৮৭৮ (2) লর্ড কর্নওয়ালিস (3) ওয়েলেসলি (4) ১৮৫৬ খ্রিষ্টাব্দ (5) অন্ধ্রপ্রদেশ(6) নিউজপ্রিন্ট (7) ক্ষুদ্রান্তে (8) গরু (9) রাজ্যসভা (10) ১১২ নং ধারা।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button