WBPSC Food SI Practice Set 87, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

WBPSC Food SI exam এর 87 তম Practice Set নিয়ে চলেছে এলাম। যে প্রাকটিস সেট গুলি থেকে WBPSC Food SI 2023-24 পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন আসবে। তাই নিজের সেল্ফ স্টাডি করার সাথে সাথে প্রতিদিন একটি করে এই নতুন প্রাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। 

(১). বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে কোন রাজ্য গড়ে উঠেছিল?

(i) কোশন (ii) অঙ্গ (iii) অবন্তী (iv) মগধ     

(2). গ্রীক লেখকদের রচনায় কোন রাজাকে “স্যান্দ্রকোটটাস” বলা হয়েছে?

(i) বিন্দুসার (ii) অশোক (iii) ধননন্দ (iv) চন্দ্রগুপ্ত মৌর্য      

(3). এলাহাবাদ স্তম্ভ লিপি কে রচনা করিয়াছেন?

(i) রবিকীর্তি (ii) বানভট্ট (iii) হরিষেণ (iv) রুদ্রদমন   

(4). সি ইউ কি কে লিখেছিলেন?

(i) ফা হিয়েন (ii) হিয়েন সাঙ (iii) আই সাঙ (iv) মেগাস্থিনিস    

(5). অনুসারী শিল্প গড়ে উঠেছে কোথায়?

(i) আসানসোল (ii) কলকাতা (iii) হলদিয়া (iv) মেদিনীপুর  

(6). সল্টলেকে কোন শিল্প গড়ে উঠেছে?

(i) আই টি ইন্ড্রাস্ট্রি (ii) কম্পুটার (iii) ইঞ্জিনিয়ারিং (iv) ইলেকট্রনিক্স   

(7). মিশ্রণ গুলির মধ্যে কোনটিতে বিজয়ী ফানের দ্বারা পৃথক করা যায়?

(i) জল + দুধ (ii) জল+ চিনি (iii) পেট্রোল+ কেরোসিন (iv) জল +তেল        

(8). __ বিক্রিয়ার রাসায়নিক বিয়োজন ঘটে?

(i)  তাপশোষক (ii) উভয়মুখী বিক্রিয়া (iii) হয়তো উভমুখী বা অপরিবর্তনীয় এবং তাপশোষক বা তাপ উৎপাদক (iv) উভয় মুখী এবং তাপশোষক      

(9). কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে  

(i) পুনর্গঠন এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (ii) আমেরিকার ফেদারেল রিজার্ভ ব্যবস্থা (iii) ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার (iv) উপরের কোনোটিই নয় 

(10). বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে UNO -র আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল তার নাম কি?

(i) জাতিগোষ্ঠীগুলির সমন্বয় (ii) সমস্ত রাষ্ট্রগুলি কে নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠী (iii) লীগ অব নেশনস (iv) উপরোক্ত  কোনোটিই নয়। 

Ans: (1) মগধ (2) চন্দ্রগুপ্ত মৌর্য (3) হরিষেণ (4) হিয়েন সাঙ (5) হলদিয়া (6) আই টি ইন্ড্রাস্ট্রি (7) জল +তেল (8) হয়তো উভমুখী বা অপরিবর্তনীয় এবং তাপশোষক বা তাপ উৎপাদক (9) ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার (10) লীগ অব নেশনস. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button