আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 18th October 2023, আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন

যে সমস্ত পরীক্ষার্থী WBPSC Food SI, TET, WBCS, SSC, Bank এর বা অন্যান্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে উপস্থিত। আজ 18ই অক্টোবর 2023 এর সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলি আলোচনা করতে চলেছে। যে ইভেন্ট গুলি আপনার যে কোন কম্পিটিটিভ পরীক্ষা গুলির  জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আর অযথা কথা না বাড়িয়ে চলুন আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে জেনে নেওয়া যাক।

কোন রাজ্যের ‘ নাওয়ানপিন্ড সরদারণ’ গ্রাম সেরা পর্যটন গ্রামের পুরস্কার পেল?

(i) উত্তারাখন্ড (ii) বিহার (iii) উত্তর প্রদেশ (iv) পাঞ্জাব

Ans. পাঞ্জাব

V J Kurian কোন ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন?

(i) Axis Bank (ii) IDBI Bank (iii) South Indian Bank (iv) HDFC Bank  

Ans. South Indian Bank 

কোন রাজ্য সরকার পরীক্ষার মাধ্যমে শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দেবে? 

(i) মহারাষ্ট্র (ii) বিহার (iii) মধ্যপ্রদেশ (iv) উত্তর প্রদেশ 

Ans. বিহার

Daniel Noboa কোন দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন?

(i) সার্বিয়া (ii) ইকুয়েডর (iii) ঘানা (iv) ইরান

Ans. ইকুয়েডর

 কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে অনুষ্ঠানিকভাবে ঘোষণা করল কেন্দ্র সরকার?  

(i) 12 অগাস্ট (ii) 23 অগাস্ট (iii) 1 সেপ্টেম্বর (iv) 16 অক্টোবর

Ans. 23 অগাস্ট

‘ Satyajit Roy lifetime achievement award’ পাচ্ছেন কোন হলিউড অভিনেতা?

(i) টম ক্রুজ (ii) জনি ডে lপ (iii) মাইকেল ডগলাস (iv) লিওনার্দো ডি ক্যাপ্রিও

Ans. মাইকেল ডগলাস

 সাম্প্রতিক কে গুজরাটের গান্ধীনগরে সামাউ শহীদ স্মৃতিসৌধ ও গ্রন্থাগারের উদ্বোধন করেন?

(১) অমিত শাহ (২) নরেন্দ্র মোদি (৩) নীতিন গড়করি (৪) রাজনাথ সিং 

Ans. অমিত শাহ

 কোন রাজ্য মানসিক স্বাস্থ্য এবং কাউন্সিলিং এর ক্ষেত্রে টেলি যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের জন্য পুরস্কার জিতেছে 

(১) উত্তরাখান্ড (২) হিমাচল প্রদেশ ৩) উত্তর প্রদেশ (৪) গোয়া

Ans. উত্তর প্রদেশ

ভারতের বাইরে কোথায় সবচেয়ে উচু বি আর আম্বেদকরের মূর্তি উন্মোচন করা হলো?

(১) Washington DC (২) New York (৩) France (৪) Paris

Ans. Washington DC

International Olympic Committee কোন দেশের অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করল?

(১) France (২) Russia (৩) Sweden (৪) Ukraine 

Ans. Russia

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button