16 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আজকে আমরা 16 December 2023 এর গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলিকে আলোচনা করতে চলে এলাম। যে এবেন গুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত নিউজগুলি থেকে প্রচুর প্রশ্ন আসে সরকারি চাকরির পরীক্ষাগুলিতে। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী  Current Affairs বিষয়টিকে অবহেলা করে, তাদের ক্ষেত্রে একটু সরকারি চাকরি কোয়ালিফাই করা প্রায় অসম্ভব।

এই কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে অনেকটা কমপ্লিট করা খুবই কঠিনসাধ্য ব্যাপার। এর সবথেকে সহজ উপায় daily current affairs এর প্রস্তুতি নেওয়া। আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন আলোচনা করে চলেছি। আপনারা নিয়মিত এই কারেন্ট অ্যাফেয়ার্স নিবন্ধগুলিতে অংশগ্রহণ করে, নিজের প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলুন। 

সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার প্রথমবারের জন্য মহিলা এবং রূপান্তরকারী সম্প্রদায়দের ক্ষেত্রে বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার জন্য ‘মহালক্ষ্মী স্কিম’ লঞ্চ করলো?

(i)  মহারাষ্ট্র (ii) উত্তর প্রদেশ (iii) কর্ণাটক (iv) তেলেঙ্গানা

সম্প্রতি প্রকাশিত 2023 গুগলের 10 প্রবণতাপূর্ণ ক্রীড়াবিদের তালিকায় একমাত্র কোন ক্রিকেটার অন্তর্ভুক্ত রয়েছে? (Google’s top 10 trending athletes) 

(i) রোহিত শর্মা (ii) বিরাট কোহলি (iii) মোহাম্মদ শামি (iv) শুভমান গিল

NCRB Report 2022 অনুসারে, ভারতবর্ষের একমাত্র কোন শহর পরপর তিন বার সব থেকে নিরাপদ শহরের তকমা পেল?

(i) বেঙ্গালোর (ii) নিউ দিল্লি (iii) লখনৌ (iv) কলকাতা

সম্প্রতি ভারতের কোন বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের জন্য CII sports business awards পেলো?

(i) Kalinga Institute Of Industrial Technology (ii) SRM Institute of Science and Technology (iii) Amity University (iv) Vellore Institute of Technology 

মুরালী শ্রী শংকর ‘জীমি জর্জ এওয়ার্ড’ পেতে চলেছেন, এই অ্যাথলেট কোন ক্রিয়ার সঙ্গে যুক্ত?

(i) শুটিং (ii) জ্যাভেলিন থ্রো (iii) লং জাম্প (iv) কুস্তি

সম্প্রতি কলকাতার কোথায় ১১ তম বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে?

(i) রাজারহাট (ii) কলেজ স্কোয়ার (iii) পার্ক স্ট্রিট (iv) ধর্মতলা

সম্প্রতি কোন সংস্থা রাষ্ট্রপতির কাছ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হলেন?

১) Samsung India (২) Microsoft India (৩) Apple India (৪) Amazon India

সম্প্রতি কোন ব্রিটিশ ভারতীয় সুরকারকে বুকার পুরস্কার ২০২৪ দেওয়া হল?

(১) কিরণ দেসাই (২) অমিতাভ ঘোষ (৩) নীতিন সাহনি (৪) সালমান রুশদি

সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য কোন TMC সংসদকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হলো?

(i) ডিরেক ও’ব্রায়েন (ii) নুসরাত জাহান রুহি (iii) প্রসূন ব্যানার্জি (iv) অভিষেক ব্যানার্জি

পরবর্তী মৌসুমের জন্য KKR কোন খেলোয়ার কে অধিনায়ক হিসেবে নিযুক্ত করল?

(i) শ্রেয়াস আইআর (ii) নীতিশ রানা (iii) আন্দ্রে রাসেল (iv) কুলদীপ যাদব

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button