WBPSC Food SI Practice Set 07 | ফুড এসআই প্র্যাকটিস সেট 2023

আজকেও WB Exam Guide এর এক্সপার্ট টিম আপনাদের জন্য নতুন একটি WBPSC Food SI Practice Set নিয়ে উপস্থিত হলাম। এই সমস্ত প্র্যাকটিসের গুলি বিগত বছরে আসা প্রশ্ন, Food SI সিলেবাস, এই বছরের কমন যোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভারে প্রস্তুত করা হয়েছে। আপনি যদি সেল্ফ স্টাডির পাশাপাশি প্রতিদিন আমাদের দেওয়া এই সমস্ত প্র্যাকটিসের গুলিতে অংশগ্রহণ করতে পারেন, তাহলে আপনার চাকরির পরীক্ষা প্রস্তুতি অন্যদের তুলনায় Aএক ধাপ এগিয়ে যাবে। বর্তমানে আমাদের ওয়েবসাইটে Food SI Practice Set নিয়মিত আপলোড করা হচ্ছে। দ্রুত সাফল্য পাওয়ার জন্য, প্রতিদিন এই প্র্যাকটিসের গুলিতে অংশগ্রহণ করুন।

গৌতম বুদ্ধ কোথায় নির্বাণলাভ করেছিলেন?

(a) সারনাথ (b) লুম্বিনী (c) বোধগয়া (d) কুশিনগর

Ans: বোধগয়া

কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ কোরেছিলেন?

(a) লর্ড মিন্টো (b) লর্ড হার্ডিঞ্জ (c) লর্ড চেমসফোর্ড (d) লর্ড কার্জন

Ans: লর্ড হার্ডিঞ্জ

বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

(a) ১৭৬৪ খ্রিস্টাব্দে (b) ১৭৬২ খ্রিস্টাব্দে (c) ১৭৭২ খ্রিস্টাব্দে (d) ১৭৬৮ খ্রিস্টাব্দে

Ans: ১৭৬৪ খ্রিস্টাব্দে

কোথায় গঠিত হয়েছিল অস্থায়ী আজাদ হিন্দ সরকার?

(a) টোকিও (b) সিঙ্গাপুর (c) রোম (d) বার্লিন

Ans: সিঙ্গাপুর -এ

পাকিস্তান প্রস্তাব পাশ হয় কোথায়?

(a) দিল্লী (b) লাহোর (c) লখনউ (d) বোম্বে

Ans: লাহোর

ভারতে কোথায় ইংরেজরা তাদের প্রথম ফ্যাক্টরি তৈরী করেন?

(a) সুরাট (b) বোম্বে (c) মাদ্রাজ (d) সুতানুটি

Ans: সুরাট

ভারতীয় উপমহাদেশের মধ্যে কোথায় প্রাচীনতম কৃষিকার্যের সন্ধান মিলেছিল?

(a) মেহেরগড় (b) প্রতাপগড় (c) কালাটা (d) কোয়েটা

Ans: মেহেরগড়

অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে?

(a) শিশির কুমার ঘোষ (b) শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় (c) রবার্ট নাইট (d) গিরিশচন্দ্র ঘোষ

Ans: শিশির কুমার ঘোষ

‘গদর’ শব্দের অর্থ__

(a) স্বাধীনতা (b) বিপ্লব (c) মুক্তি (d) স্বরাজ

Ans: বিপ্লব

ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি তামাক উৎপন্ন হয়?

(a) অন্ধ্রপ্রদেশ (b) বিহার (c) তামিলনাড়ু (d) উত্তরপ্রদেশ

Ans: অন্ধ্রপ্রদেশ

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button