WBPSC Clerkship Syllabus: সঠিক সিলেবাস জেনে নিয়ে প্রস্তুতি শুরু করুন

এইমাত্র কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তি অনুসারে, খুব শীঘ্রই বোর্ড প্রায় ৬ হাজার যোগ্য চাকরিপ্রার্থীকে ক্লার্কশিপ পদের জন্য নিয়োগ করবে। এখন আপনারা নিশ্চয়ই চাকরির জন্য প্রস্তুতি শুরু করার কথা চিন্তা করছেন? তবে জানেন কি, কিভাবে চাকরির প্রস্তুতি শুরু করতে হয়? আজ আমরা এই নিবন্ধের মাধ্যমে এই ব্যাপারেই আলোচনা করতে চলেছি।   

যেকোনো চাকরির প্রস্তুতি নেওয়ার প্রথম পর্বই হল সিলেবাস। চাকরিপ্রার্থীর শুরুতেই সিলেবাস সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত হওয়া প্রয়োজন। কারণ, সিলেবাস সম্পর্কে সম্পূর্ণরূপে জানার পরেই, যেকোনো পরীক্ষার প্রিপারেশনের স্ট্রাটেজি প্রস্তুত করতে হয়। এই স্ট্র্যাটেজির মাধ্যমেই বুঝতে হয় উক্ত সিলেবাসের কোন জায়গায় বেশি জোর দিতে হবে, আর কোন জায়গাটা ছাড়তে হবে।

আমরা আজ আপনার সুবিধার্থে, WBPSC Clerkship এর সিলেবাস ও লিখিত পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে আলোচনা করতে চলেছি। এই লিখিত পরীক্ষার জন্য কোন সিলেবাস রয়েছে তা একবার দেখে নিন।

লিখিত পরীক্ষার সিলেবাস – প্রার্থীদের মূলত দুটি স্টেজের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশন। আসুন প্রথমে এই লিখিত পরীক্ষার প্যাটার্ন দেখে নেওয়া যাক।

সাবজেক্টমোট নম্বরপ্রশ্ন সংখ্যা
জেনারেল স্টাডিজ৪০৪০
ইংরেজি৩০৩০
এরিথমেটিক৩০৩০
মোট নম্বর১০০১০০

আপনাদেরকে জানিয়ে রাখি এই পরীক্ষাটির লিখিত পরীক্ষা MCQ বেসড হবে। পরীক্ষায় রয়েছেন নেগেটিভ মার্কিং। তিনটি উত্তর ভুল দিলে 1 নম্বর কেটে নেওয়া হবে। 

সিলেবাস – উপরে উল্লেখিত প্যাটার্ন এর মাধ্যমে WBPSC Clerkship এর লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। এবার আপনি পরীক্ষার মূল সিলেবাসটিকে দেখে নিন।

জেনারেল স্টাডিজদৈনন্দিন বিজ্ঞান, ভারতীয় ভূগোল, ভারতীয় ইতিহাস, কারেন্ট অ্যাফেয়ার্স
ইংরেজিবিপরীত শব্দ, শব্দের সঠিক ব্যবহার, সমার্থক শব্দ, গ্রামার, বাক্য গঠন, ভোকাবুলারি।
পাটিগণিতভগ্নাংশ, স্বরলি করুন, দশমিক, গসাগু, লসাগু, অনুপাত, সরল, গড়, লাভ – ক্ষতি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সুদ

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button