Clerkship Practice Set 41: ক্লার্কশিপ 2024 পাশের শর্ট-কাট প্রসেস

পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য বর্তমানে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে। বর্তমানে প্রচুর চাকরি আপনাদের সামনে উপস্থিত। এই সময় আপনি যদি একটি চাকরিতে কোয়ালিফাই না করতে পারেন, তাহলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে। তেমনই মাত্র কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত Clerkship পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল।

সদ্য সেই পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। মাধ্যমকে বিশ্বাস করলে জানা যায় এই বছর Clerkship পরীক্ষায় প্রায় সাড়ে 8 লক্ষ প্রার্থী আবেদন করেছে। আবেদনকারীদের মধ্যে প্রায় 70% প্রার্থী গ্রাজুয়েট। সুতরাং, আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে চান, তাহলে আপনাকে একটি নির্দিষ্ট স্ট্রাটেজি মেনটেন করে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা করার সবথেকে সহজ উপায় হল প্র্যাকটিস সেট।

আপনাকে প্র্যাকটিস সেট অনুসরণ করে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পদ্ধতি যেকোনো পরীক্ষারা জন্য প্রস্তুতি নেওয়া সব থেকে সহজ উপায়। কারণ এই প্র্যাক্টিস সেটগুলোতে যে সমস্ত প্রশ্ন দেওয়া হয় আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলীদের মাধ্যমে খুবই যাচাই এবং বাছাইয়ের পর প্রস্তুত করা হয়। এই সমস্ত প্রশ্নগুলি থেকে Clerkship 2023 পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিদিন আমাদের এই প্র্যাকটি সেটে অংশগ্রহণ করুন।

PSC Clerkship Practice Set 41

(১). নিম্নলিখিত রাজাদের মধ্যে কে প্রথমে ব্রাহ্মণদের জন্য ভূমি দান করে?

  • কাণব
  • শুঙ্গ
  • শক এবং কুষাণ
  • সাতবাহন 

(2). সাতবাহন শাসনের আমলে গুরুত্বপূর্ণ বন্দর কোনটি?

  • তক্ষশীলা
  • সোপারা
  • পাটালিপুত্র
  • মথুরা        

(3) নাসিক লিপি কে বানিয়েছিলো?

  • হর্ষবর্ধন
  • গৌতমীপুত্র সাতকর্ণী
  • সমুদ্র গুপ্ত
  • ধর্মপাল      

(4). রাজরাজেশ্বর মন্দিরটিকর কে তৈরি করেন?

  • প্রথম রাজরাজ
  • প্রথম রাজেন্দ্র
  • বীর রাজেন্দ্র
  • প্রথম রাজাধিরাজ  

(5). পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে ভালো চা চাষ হয়?

  • জলপাইগুড়ি
  • মালদা
  • কোচবিহার
  • দার্জিলিং 

(6). পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবে,কোথা থেকে উৎপন্ন হয়?

  • বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
  • আরব সাগরীয় প্রবাহের ফলে
  • পশ্চিমী ঝঞ্ঝার ফলে
  • প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা 

(7). উষ্ণতার উপর কি নির্ভর করে না?

  • মোলালিটি
  • মোলারিটি
  • ফর্মালিটি
  • নরমালিটি     

(8). কোন জোড়াটি দ্রবণের সহ অবস্থান করবে না?

  • সোডিয়াম বাই কার্বনেট ও জল
  • সোডিয়াম বাই কার্বনেট ও কোষ্টিক সোডা
  • সোডিয়াম কার্বনেট কোষ্টিক সোডা
  • সোডিয়াম বাই কার্বনেট ও সোডিয়াম কার্বনেট যষ্টি 

(9). শুল্কগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত নয়?

  • ব্যক্তিগত আয়কর
  • ভূমি রাজস্ব
  • বহিশুল্ক
  • কোম্পানি আয়কর 

(10). কোন পরোক্ষ করটি কেন্দ্রীয় সরকার ধার্য করে থাকে?

  • কোম্পানি আয়কর
  • পরিষেবা কর
  • কৃষি আয়কর
  • বৃত্তি কর   

Ans: (1) সাতবাহন (2) সোপারা (3) গৌতমীপুত্র সাতকর্ণী (4) প্রথম রাজরাজ (5) দার্জিলিং (6) বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে (7) মোলালিটি (8) সোডিয়াম বাই কার্বনেট ও কোষ্টিক সোডা (9) ভূমি রাজস্ব (10) পরিষেবা কর। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button