WBPSC Food SI Practice Set 86, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

আজকেও আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে WBPSC Food SI Practice Set নিয়ে চলেছে। এলাম। যে প্রাকটিস সেট গুলির মাধ্যমে আপনারা আপনাদের প্রস্তুতিকে আরো নিখুঁত করে তুলতে পারবেন। তাই বেশি সময় নষ্ট না করে চলুন আজকের সম্পূর্ণ নতুন WBPSC Food SI Practice Set 86 দেখে নেওয়া যাক। 

(১). অশোক স্তম্ভের আবিষ্কার হয়েছিল__

(i) সাচি (ii) বুদ্ধগয়া (iii) সারনাথ (iv) দিল্লি    

(2). ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন __

(i) মহাপদ্মনন্দ (ii) বিম্বিসার (iii) চন্দ্রগুপ্ত মৌর্য (iv) বিক্রমাদিত্য      

(3). অমিত্রাঘাত উপাধি ছিল__

(i) বিম্বিসার (ii) বিন্দুসার (iii) কালাশোক (iv) অশোক   

(4). চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন কাকে?

(i) আলেকজান্ডার (ii) পুরু (iii) অম্বি (iv) সেলুকাস   

(5). পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি?

(i) সুখিয়াপোখরি (ii) সান্দাকফু (iii) টাইগার হিল (iv) টংলু  

(6). আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় এর সমান কোন দেশ?

(i) ভিয়েতনাম (ii) হাঙ্গেরী (iii) সুইজারল্যান্ড (iv) ডেনমার্ক  

(7). একটি আবদ্ধ পাত্র কোন আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও (°K) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ কি হয়?

(i) দ্বিগুণ হবে (ii) অপরিবর্তিত থাকবে (iii) চার গুণ হবে (iv) এক চতুর্থাংশ হবে       

(8). বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক থাকে, সেটি কোনটি?

(i)  নিয়ন (ii) হিলিয়াম (iii) জেনন (iv) আর্গন     

(9). ১৯৮৯ খ্রিস্টাব্দে APEC কোথায় প্রতিষ্ঠিত হয়?

(i) লন্ডন (London ) (ii) ওয়াশিংটন (Washington) (iii) ক্যানবেরা (Canberra) (iv) রোম (rome)

(10). কোন শতকে International Decade of Natural Disaster Reduction হিসাবে ঘোষণা করা হয়েছে?

(i) ১৯৮০ – ১৯৯০  (ii) ১৯৭০ – ১৯৮০ (iii) ২০০০-২০১০ (iv) ১৯৯০-২০০০ 

Ans: (1) সারনাথ (2) চন্দ্রগুপ্ত মৌর্য (3) বিন্দুসার (4) সেলুকাস (5) সান্দাকফু (6) হাঙ্গেরী (7) অপরিবর্তিত থাকবে (8) আর্গন (9) ক্যানবেরা (Canberra) (10) ১৯৯০-২০০০. 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button