আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 19th October 2023, সমস্ত চাকরি পরীক্ষার 100% কমন আসবে

প্রতিদিনের মতো আজও আমরা 19ই অক্টোবর 2023 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম। যে সমস্ত চাকরির প্রার্থী WBCS, SSC, Clerkship, Bank বা অন্যাণ্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য এই Current Affairs বিশেষ গুরুত্বপূর্ণ। এখান থেকে চাকরি প্রার্থীরা 100% কমন পাবেই। তাই সেলফ স্টাডি করার সাথে সাথে প্রতিদিনের current affairs এ চোখ বুলিয়ে রাখুন। 

৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার সম্মান পেলেন কে? 

(i) আল্লু অর্জুন (ii) অক্ষয় কুমার (iii) রানবির কাপুর (iv) শাহরুখ খান

Ans. আল্লু অর্জুন

৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবির পুরস্কার পেল নিম্নের কোন ছবিটি?

(i) Rocketry: The Nambi Effect (ii) RRR (iii) Pushpa (iv) Kadaisi Vivasayi 

Ans. Rocketry: The Nambi Effect

৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মান পেলেন কে? 

(i) Alia Bhatt (ii) Kriti Sanon (iii) Deepika Padukone (iv) Katrina Kaif 

Ans. Alia Bhatt ও Kriti Sanon

ভারতের প্রথম কোন রাজ্য সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে?

(i) তামিলনাড়ু (ii) ঝাড়খন্ড (iii) পশ্চিমবঙ্গ (iv) উত্তর প্রদেশ 

Ans. ঝাড়খন্ড

২০২৩ সালের ‘ Ayurveda day’ এর থিম কি?

(i) Ayurveda for health (ii) Ayurveda for everyone on everyday (iii) one health one Ayurveda (iv) health and Ayurveda

Ans. Ayurveda for everyone on everyday

জেনেভায় জাতীয়সংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে কে নিযুক্ত হলেন?

(i) অরিন্দম বাগচী (ii) প্রমোদ বাগচী (iii) প্রবীণ গুপ্তা (iv) তরুণ শর্মা

Ans. অরিন্দম বাগচী

কোন দেশের সুপ্রিমকোর্ট সমলিঙ্গ বিবাহকে বৈধ করার জন্য আবেদনকে করে দিল?  

(১) অস্ট্রেলিয়া (২) ইউনাইটেড স্টেটস (৩) ভারত (৪) নেপাল

Ans. ভারত

আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে পালিত হয়?

(১) 17ই অক্টোবর (২) 14ই অক্টোবর ৩) 15ই অক্টোবর (৪) 18ই অক্টোবর

Ans. 17ই অক্টোবর

প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি কোন রাজ্যের পিথোরাগড় জেলায় 4200 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?

(১) মহারাষ্ট্র (২) উত্তর প্রদেশ (৩) তামিলনাড়ু (৪) উত্তরাখন্ড

Ans. উত্তরাখন্ড

ভারতের প্রথম ‘ISO Certification’ পাচ্ছে কোথাকার মহিলা থানা?

(১) বারানসী (২) ভোপাল (৩) রাজগীর (৪) ইন্দোর

Ans. ভোপাল

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button