WBPSC Food SI 2023 Practice Set 1 | ফুড এসআই প্রাকটিস সেট

সবে মাত্র WBPSC Food SI 2023 আবেদন শেষ হলো। আপনারা নিশ্চই এই ফর্মটি ফিল করেছেন। তাই আমরা আপনাদের জন্য এখন থেকে প্রতিদিন ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করছি। যে প্র্যাক্টিস সেট গুলি আপনার সাফল্যের পথ সহজ করে দিতে অনেক সাহায্য করতে চলেছে। আপনারা WBPSC Food SI Practice Set গুলোতে অংশগ্রহণ করে, নিজের সাফল্যকে আরো একধাপ এগিয়ে নিয়ে যান।

এখানে সেই সমস্ত টপিক গুলির উপর আলোচনা করা হবে, যেগুলি ফুড SI পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের দেওয়া ১০০ টি প্র্যাকটিস সেট যত্ন সহকারে প্র্যাকটিস করে থাকেন আপনি অনেকের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য সেল্ফ স্টাডির সাথে সাথে আমাদের টিম বানানো এই ইম্পরট্যান্ট প্রশ্ন গুলি প্র্যাকটিস করে নিন। এই প্র্যাকটিস সেট গুলি আমাদের টিমের তরফ থেকে অক্লান্ত পরিশ্রমের পরে তৈরি করা হয়। আপনারা প্রতিনিয়ত অনুশীলন করে আপনাদের সাফল্যকে এগিয়ে আনুন। আপনাদের পরবর্তী জীবনের জন্য অনেক শুভকামনা রইল।

WBPSC Food SI 2023 Practice Set 1

গুপ্তযুগের নিউটন কে?

(১) উপগুপ্ত
(২) আর্যভট্ট
(৩) চরক
(৪) বরাহমিহির

Ans: আর্যভট্ট

বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে?

(১) রামানন্দ
(২) নামদেব
(৩) কবীর
(৪) নানক

Ans: রামানন্দ

টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল?

(১) মাইসোর
(২) শ্রীরঙ্গপত্তনাম
(৩) হাম্পি
(৪) বেলুর

Ans: শ্রীরঙ্গপত্তনাম

ভারতের কোন জায়গায় সবথেকে সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়?

(১) ভরতপুর
(২) মাকরানা
(৩) জয়সলমীর
(৪) যোধপুর

Ans: মাকরানা

মৌসুমী বায়ু ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়?

(১) কেরালা
(২) তামিলনাড়ু
(৩) মহারাষ্ট্র
(৪) কর্ণাটক

Ans: কেরালা

স্পঞ্জ কী?

(১) ছত্রাক
(২) জীবাশ্ম
(৩) উদ্ভিদ
(৪) জীবদেহ

Ans: জীবদেহ

কাঁদানে গ্যাস কি?
(১) নাইট্রাস অক্সাইড
(২) নাইট্রিক অক্সাইড
(৩) নাইট্রোজেন
(৪) ক্লোরোপিকরিন

Ans: ক্লোরোপিকরিন

ভারতের কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করল?

(১) ঝাড়খন্ড
(২) ছত্রিশগড়
(৩) পশ্চিমবঙ্গ
(৪) কর্ণাটক

Ans: পশ্চিমবঙ্গ

ইন্টারন্যাশনাল ‘কোর্ট অফ জাস্টিস’ কোথায় অবস্থিত?

(১) হেগ
(২) ল্যাসেন
(৩) নিউইয়র্ক
(৪) জাকার্তা

Ans: হেগ

তুর্কির মুদ্রা কি নামে পরিচিত ছিল?

(১) সিলিং
(২) পাউন্ড
(৩) লিরা
(৪) পেসো

Ans: লিরা

Join Our Telegram groupClick Here
Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button