28th September 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs In Bengali 2023

চাকরিপ্রার্থীদের জন্য আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেশন নিয়ে উপস্থিত হলাম। এই Daily Current Affairs আপনার যে কোন বড় বড় চাকরির প্রস্তুতিতে, বিশেষভাবে সাহায্য করতে চলেছে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি সঠিকভাবে নিয়ে আপনি আপনার সফলতাকে সামনের দিকে একধাপ এগিয়ে যান। আর কথা না বাড়িয়ে চলুন, 28th September 2023 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে আলোচনা করা যাক। 

এশিয়ান গেমস ২০২৩ এ কোন খেলায় ভারত তৃতীয়তম সোনার পদক জিতল?

(১). শুটিং (২) সাঁতার কাটা (৩) অশ্বারোহী ক্রিয়া (৪) কুস্তি

Ans: অশ্বারোহী ক্রিয়া

আপনাদেরকে জানিয়ে রাখি, এশিয়ান গেমসে দীর্ঘ ৪১ ভারতীয় অশ্বারোহী ক্রীড়া দল সোনার পদক জিতলো। 

IBSA ব্লাইন্ড ফুটবল ইন্টারকন্টিনেন্টাল কাপ 2023 ইভেন্ট ভারতবর্ষের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? 

(১) কোচি (২) পানাজি (৩) হায়দ্রাবাদ (৪) চেন্নাই

Ans: কোচি

সমস্ত ধরনের ক্রিকেট ফরম্যাটে কোন দেশ শীর্ষ স্থান অধিকার করলো?

(১) শ্রীলংকা (২) অস্ট্রেলিয়া (৩) ভারত (৪) পাকিস্তান

Ans: ভারত

20 তম National Book Fair ভারতবর্ষের কোন শহরে শুরু হলো?  

(১) কলকাতা (২) দিল্লি (৩) চেন্নাই (৪) লখনৌ

Ans: লখনৌ (Theme – Gyan Kumbh)

National calling বইটির লেখক কে?

(১). বিমল কর (২) রমেশ আইয়ার (৩) সোনাল গোয়েল (৪) বিবেক জোহরী

Ans: সোনাল গোয়েল

বিশ্ব গন্ডার দিবস কত তারিখে পালন করা হয়?

(১). ১৭ ই সেপ্টেম্বর (২) ১৮ই সেপ্টেম্বর (৩) ২১শে সেপ্টেম্বর (৪) ২২শে সেপ্টেম্বর

Ans: ২২শে সেপ্টেম্বর

9th BRICS Parliamentary Forum এর একটি প্রতিনিধী দলের নেতৃত্ব কে দেবে?  

(১). রাজনাথ সিং (২) শশী থারুর (৩) ওম বিড়লা (৪) হরিবংশ নারায়ণ সিংহ

Ans: হরিবংশ নারায়ণ সিংহ

Moto Indian GrandPrix 2023 জিতেছেন মার্কো বেজেচি, এই রাইডার কোন দেশের নাগরিক

(১). গ্রিস (২) ইতালি (৩) ইউক্রেন (৪) জার্মানি

Ans: ইতালি

কোন কোম্পানি MotoGP Bharat এর টাইটেল স্পন্সর হলো?

(১) Indian Oil (২) Motorola (৩) Suzuki (৪) Tata Motors

Ans: Indian Oil (এটা MotoGP Bharat এর 1st এডিশন)

এক দিবসীয় ক্রিকেটের ইতিহাসে কোন দেশের দল 3000 টি ছক্কার মারার রেকর্ড গড়লো?

(১) পাকিস্তান (২) ভারত (৩) ইংল্যান্ড (৪) অস্ট্রেলিয়া

Ans: ভারত

G20 International connect final ভারতের কোন শহরে আয়োজন করা হলো?

(১) নয়া দিল্লি  (২) আমেদাবাদ (৩) বারানসি (৪) জয়পুর

Ans: নয়াদিল্লি

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button