Home পরীক্ষা প্রস্তুতি ICDS Practice Set 46: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৬, প্রস্তুতি নিতে শুরু করুন 

ICDS Practice Set 46: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৬, প্রস্তুতি নিতে শুরু করুন 

0
ICDS Practice Set 46: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৬, প্রস্তুতি নিতে শুরু করুন 
ICDS Practice Set 46: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৬, প্রস্তুতি নিতে শুরু করুন

ICDS Anganwadi helpers and worker পরীক্ষার 46 তম প্রাকটিস সেট নিয়ে হাজির হলাম। আপনারা যারা ইতিমধ্যেই 45 টি প্রাকটিস সেটে অংশগ্রহণ করে ফেলেছেন, তারা দ্রুত নতুন প্রাকটিস সেটটিতে অংশগ্রহণ করুন। আর যারা প্রথম এই প্র্যাক্টিস সেটটি দেখছেন, তাদের আমাদের দেওয়া বাকি 45 টি প্র্যাক্টিস সেটে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

(1). জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন সালে সংঘটিত হয় 

(i) ১৯১২ সালে (ii) ১৯১৭ সাল (iii) ১৯১৯ সালে  (iv) ১৯১৮ সালে    

(2). কাহার নাম সীমান্ত গান্ধী 

(i) হুমায়ুন কাবির (ii) আবুল রহিম (iii) ড:আব্দুল হাফিজ (iv) আব্দুল গাফফর খান        

(3). তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বেসর্বা কে ছিলেন?

(i) সতীশ চন্দ্র সামন্ত (ii) অজয় মুখার্জি (iii) নরেন্দ্র দেব (iv) সুশীলচন্দ্র ধাড়া     

(4). স্যান্ডাসকে কে হত্যা করেছিলেন?

(i) ভগৎ সিং  (ii) রাজগুরু (iii) সুকদেব  (iv) চন্দ্রশেখর আজাদ 

(5). ভারতের কোন রাজ্যের পুরুষ নারীর আনুপাতিক হার নারীদের প্রতিকূলে রয়েছে?

(i) পশ্চিমবঙ্গ (ii) উত্তর প্রদেশ (iii) হরিয়ানা (iv) পাঞ্জাব   

(6). ২০০১ সালে  মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখন্ডিত করে কি সৃষ্টি হয়েছে? 

(i) মধ্য প্রদেশ এবং নর্মদা উপত্যকা (ii) নর্মদা উপত্যকা এবং ছত্রিশগড় (iii) মধ্যপ্রদেশ এবং বিদর্ভ (iv) মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়       

(7). কোনটি সবচাইতে দুর্বল?

(i) ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স (ii) নিউক্লিয়ার ফোর্স (iii) ইলেক্ট্রোষ্ট্যাটিক ফোর্স (iv) গ্র্যাভিটেশনাল ফোর্স

(8). ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কি হয়?

(i) বেড়ে যায় (ii) কমে যায় (iii) একই থাকে (iv) কোনোটিই নয় 

(9). পরিকল্পনার ধারণা ভারতে প্রথম কে অভিগমন করেন?

(i) সুভাষচন্দ্র বোস (ii) জওহরলাল নেহেরু (iii) আর দেশির দালাল (iv) এম বিশ্বেশ্বরাইয়া 

(10). ১৯৫০ সালের মার্চ মাসে কোন চেয়ারম্যানের মাধ্যমে পরিকল্পনা কমিশন গঠন করা হয়?

(i) জওহরলাল নেহেরু (ii) পি.সি মহালনবিশ  (iii) সি ডি দেশমুখ (iv) উপরের কোনোটিই নয়   

Ans: (1) ১৯১৯ সালে (2) আব্দুল গাফফর খান (3) সতীশ চন্দ্র সামন্ত (4) ভগৎ সিং (5) হরিয়ানা (6) মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় (7) গ্র্যাভিটেশনাল ফোর্স (8) কমে যায় (9) এম বিশ্বেশ্বরাইয়া (10) জওহরলাল নেহেরু।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here