WBPSC Food SI Practice Set 83, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

WBPSC Food SI Practice Set 83 আপলোড করা হল। আমরা আপনাদের সুবিধার্থে এই সেশনটিকে সম্পূর্ণ ফ্রিতে আপলোড করে চলেছে। আমাদের অভিজ্ঞ টিম মন্ডলীর মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্র্যাক্টিস সেট প্রস্তুত করা হয়। এই প্র্যাকটিস সেট গুলিতে দেওয়া প্রশ্ন গুলি আগত Food Sub Inspector পরীক্ষার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে প্রতিদিন আমাদের এই প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(১). ঋকবেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচনা করা হয়েছিল?

(i) অগ্নি (ii) ইন্দ্র (iii) ঊষা (iv) সাবিত্রী 

(2). ঋক বৈদিক যুগে কোন দেবতা আবির্ভূত হননি?

(i) মরুৎ (ii) ইন্দ্র (iii) অদিতি (iv) শিব   

(3). কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?

(i) ঋকবেদ (ii) মনু সংহিতা (iii) শতপথ ব্রাহ্মণ  (iv) অথর্ববেদ        

(4). সভা ও সমিতির দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল __

(i) ঋকবেদের আর্যদের (ii) দাবিড়দের (iii) সিন্ধু উপত্যকার অধিবাসীদের (iv) পার্বত্য উপজাতিদের 

(5). পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য ভারতের সমগ্র ভূমি ভাগ অনুযায়ী অরণ্যের পরিমাণ কত হওয়া উচিত ছিল?

(i) ২২.২ (ii) ১১.১ (iii) ৪৪.৪ (iv) ৩৩.৩

(6). ভারতে বাঘ সংরক্ষনের জন্য সবচেয়ে বড় বনভূমি কোথায় অবস্থিত?

(i) উত্তর প্রদেশ (ii) রাজস্থানে (iii) অন্ধ্রপ্রদেশ  (iv) পশ্চিমবঙ্গ 

(7). গ্রীন হাউস প্রভাবে কি হয়?

(i) অনবরত বৃষ্টিপাত (ii) বিশ্ব উষ্ণায়ন (iii) অনবরত তুষারপাত (iv) পৃথিবীর উষ্ণতা কমে যাবে   

(8). কোন বায়ুমন্ডলীয় স্তরের মাধ্যমে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

(i)  আইনোস্ফিয়ার (ii) এক্সোস্ফিয়ার (iii) ট্রপোস্ফিয়ার (iv) স্টেটোস্ফিয়ার   

(9). ভারতের জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ কোন দশকে ছিলো?

(i)  ১৯৮১-৯১ (ii) ১৯৬১-৭১ (iii) ১৯২১-৩১ (iv) ১৯৪১-৫১   

(10). ট্রাইসেন প্রকল্পের উদ্দেশ্য কি ছিল?

(i) শহরের যুবকদের স্বনিযুক্তির ব্যবস্থা করা (ii) গ্রামীণ যুবকের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া (iii) শিশুদের উন্নয়নের প্রকল্প প্রস্তুত করো (iv) মহিলাদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া 

Ans: (1) সাবিত্রী (2) শিব (3) ঋকবেদ (4) ঋকবেদের আর্যদের (5) ৩৩.৩ (6) অন্ধ্রপ্রদেশ (7) বিশ্ব উষ্ণায়ন (8) আইনোস্ফিয়ার (9) ১৯৮১-৯১ (10) গ্রামীণ যুবকের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button