WBPSC Food SI Practice Set 18 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

WBPSC Food SI নিয়োগে প্রায় 13 লক্ষ 35 হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই রিক্রুটমেন্টে মোট শূন্যপদের তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। তাই এই এক্সামটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হতে চলেছে। সুতরাং, WBPSC Food SI রিটেন পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য আপনাকে প্রিপারেশনটি অবশ্যই অন্যদের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলতে হবে।

আর এই প্রিপারেশন শক্তিশালী করার প্রধান উপায় হল, প্রচুর প্রচুর প্র্যাক্টিস সেটে অংশগ্রহণ করা। আমরা আমাদের স্পেশাল টিমের দ্বারা প্রতিদিন WBPSC Food SI Practice Set প্রস্তুত করা হয়। যা প্রতিদিন নিয়ম করে wbexamguide.com ওয়েবসাইটে আপলোড করা হয়। আপনারা প্রতিদিন আমাদের এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলুন। 

(1). হীরার খনি রয়েছে__

(a) মাইসোর (b) পান্না (c) কোলার (d) আজমির

(2). ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সব থেকে বেশি?

(a) চন্ডিগড় (b) দিল্লী (c) পুডুচেরি (d) লাক্ষাদ্বীপ

(3). রাজ্য সমূহের এলাকা, নতুন রাজ্য গঠন, সীমানা ও নাম পরিবর্তন করার ক্ষমতা রয়েছে__

(a) পার্লামেন্ট (b) সুপ্রিম কোর্ট (c) রাষ্ট্রপতি বা তার অবর্তমানে উপরাষ্ট্রপতি (d) হাইকোর্ট

(4). সিকিমের জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি?

(a) তোর্ষা (b)তিস্তা (c) রায়ডাক (d) জলঢাকা

(5). কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থান করছে?

(a) কর্ণাটক (b) উত্তর প্রদেশ (c) তামিলনাড়ু (d) উত্তরাখণ্ড

 (6). আকবরের সময়ে ভাস্কর্যের জন্য__পাথর ব্যবহার করা হত.

(a) ইট (b) মার্বেল (c) লালপাথর (d) চুনাপাথর

(7). হাওয়া মহলটি তৈরি করেন__

(a) মহেন্দ্র প্রতাপ সিং (b) গুরু রামদাস (c) রানা কুম্ভ (d) গুরু হারগোবিন্দ

(8). বলুন তো কোন ধাতু সবুজ শিখা উৎপন্ন করতে পারে?

(a) বেরিয়াম (b) সোডিয়াম (c) পটাশিয়াম (d) পারদ

(9). রাম্পা বিদ্রোহের নেতা ছিলেন__

(a) রানী গাইডিনলু (b) আল্লুরি সীতারাম রাজু (c) শম্ভু পাল (d) চান্নামা

(10). পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি হয়?

(a) শূন্য (b) পৃথিবী পৃষ্ঠের অর্ধেক (c) অসীম (d) পৃথিবী পৃষ্ঠের দ্বিগুণ

Ans: (1) পান্না, (2) লাক্ষাদ্বীপ, (3) পার্লামেন্ট, (4) তিস্তা, (5)কর্ণাটক, (6) লালপাথর, (7) মহেন্দ্র প্রতাপ সিং, (8) বেরিয়াম, (9) আল্লুরি সীতারাম রাজু (10) শূন্য.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

WBPSC Food SI Practice Set 18

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button