27 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

26th December 2023 current affairs নিয়ে উপস্থিত হলাম। চাকরির পরীক্ষা গুলিতে ১০০% কমন পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্সকে ইগনোর করা মানে মহা বিপদ। তাই আপনি যদি একটি সফল জীবন আশা করেন, তাহলে যেকোনো ভাবে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিন চোখ বুলিয়ে রাখুন। 

 ২০২৩ মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার কে পেলেন?

(i) সাত্ত্বিকসাইরাজ রংকিরেড্ডি (ii) শরৎ কমল অচন্ত্য (iii) চিরাগ শেঠি (iv) a ও c

National Geology Data Repository Portal কে চালু করেছে?

(i) স্মৃতি ইরানি (ii) অনুরাগ ঠাকুর (iii) প্রহ্লাদ জোশি (iv) আর কে সিনহা

2023 under 19 Asia Cup কোন দেশ জিতলো?

(i) শ্রীলংকা (ii) ভারত (iii) বাংলাদেশ (iv) পাকিস্তান

সম্প্রতি ভারত কোন এলাকায় প্রথম শীতকালীন বৈজ্ঞানিক অভিযান শুরু করেছে?

(i) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (ii) আর্কটিক অঞ্চল (iii) আটলান্টিক অঞ্চল (iv) আন্টার্কটিকা অঞ্চল

সম্প্রতি ভুটানের তরফ থেকে মর্যাদা পণ্য একটি অ্যাওয়ার্ড ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডেল কাকে দেওয়া হল?

(i) মমতা বন্দ্যোপাধ্যায় (ii) এস জয়শংকর (iii) পুনম ক্ষেত্রপাল সিং (iv) জয়া বচ্চন

সম্প্রতি কোন রাজ্যে ৩০ শতাংশের বেশি শিশুর মধ্যে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেল?

(i) কর্ণাটক (ii) মহারাষ্ট্র (iii) কেরালা (iv) তেলেঙ্গানা

সম্প্রতি ভারতের কোন ব্যাংক অবকাঠামো বন্ড ইস্যুর মাধ্যমে ৭৪২৫ কোটি টাকা সংগ্রহ করেছে?

১) HDFC bank (২) State Bank of India (৩) Federal Bank (৪) Punjab National Bank

কত তারিখে good governance day পালন করা হয়?

(১) 24 ডিসেম্বর (২) 25 ডিসেম্বর (৩) 26 ডিসেম্বর (৪) 27 ডিসেম্বর

ভারত সহ ৩৩ টি দেশের নাগরিকতার জন্য ভিসা অবশ্যকতা কোন দেশ বাতিল করল? 

(i) ইরাক (ii) ইরান (iii) কানাডা (iv) তুর্কি

সম্প্রতি উত্তরাখন্ড পাওয়ার সিস্টেম প্রজেক্টের জন্য ভারতকে কে ২০০ মিলিয়ন লোন দিচ্ছে? 

(i) World Bank (ii) IMF (iii) NABARD (iv) ADB 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button