SSC GD Constable Practice Set 28: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

বর্তমানে আমরা খবর নিয়ে জেনেছি, বহু ছাত্র-ছাত্রী SSC GD Constable 2024 পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আপনারা যারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমাদের টিমের তরফ থেকে একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। দুর্দান্ত প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিদিন এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

(১). শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত?

(i) অজিত সিং (ii) ভগৎ সিং (iii) লালা হরদয়াল (iv) লালা লাজপৎ রায়

(2). এম এন রায়ের আসল নাম__

(i) নরেন্দ্রনাথ ভট্টাচার্য (ii) চিত্ত প্রিয় মুখার্জী (iii) মনোরঞ্জন সেনগুপ্ত (iv) জ্যোতিষ পাল

(3). রাসবিহারী বোস প্রথম কোথায় কেরানী ছিলেন?

(i) দেরাদুন (ii) কলকাতা (iii) মিরাট (iv) বোম্বাই   

(4). গণপতি উৎসব__উদ্বোধন করেছিলেন?

(i) বালগঙ্গাধর তিলক (ii) বিপিনচন্দ্র পাল (iii) লালমোহন ঘোষ (iv) দাদাভাই নৌরোজী            

(5). টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা Survey of india – র প্রধান অফিস কোথায়?

(i) সিমলায় (ii) মুসৌরিতে (iii) নৈনীতালে (iv) দেরাদুনে 

(6). Satellite কিসের তথ্য সংগ্রহ করে?

(i) নদী এবং নদীর গতিপথ সংক্রান্ত (ii) বন জঙ্গলের সীমানা সংক্রান্ত (iii) আসন্ন ঝড় এবং তুফান সংক্রান্ত (iv) উপরোক্ত সবকটি  

(7). একটি 100W, 200V বিজলি বাতির প্রবাহমাত্রা কত হবে?

(i) ১.১ আম্প (ii) ২.২আম্প (iii) ২২০০০আম্প (iv) ৫/১১আম্প

(8). কোন তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ হলে তার রোধ কত হবে?

(i) চার গুণ বাড়বে (ii) অপরিবর্তিত থাকবে (iii) চারগুণ কমবে (iv) দ্বিগুণ বাড়বে 

(9). TRIPS এর ফুল ফর্ম কি?

(i) বাণিজ্যিক সম্পর্কীয় আইন (ii) কর ছাড় পাওয়ার আইন (iii) অনুপাতিক শুল্কনীতি (iv) আন্তর্জাতিক বাণিজ্য মেধাভিত্তিক স্বত্বধিকারের নিয়ম    

(10). ভারতের অর্থনীতির উদারীকরণ নীতি কোন সাল থেকে শুরু হয়?

(i) ১৯৮৫ (ii) ১৯৯১(iii) ১৯৮০ (iv) ১৯৯৫ 

Ans: (1) লালা লাজপৎ রায় (2) নরেন্দ্রনাথ ভট্টাচার্য (3) দেরাদুন (4) বালগঙ্গাধর তিলক (5) দেরাদুনে (6) উপরোক্ত সবকটি (7) ৫/১১আম্প (8) অপরিবর্তিত থাকবে (9) আন্তর্জাতিক বাণিজ্য মেধাভিত্তিক স্বত্বধিকারের নিয়ম (10) ১৯৯১.

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button