WBPSC Food SI Practice Set 54: এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রশ্ন কমন পাবেন

WBPSC Food SI Practice Set 54 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

আজকে আমরা আমাদের ওয়েবসাইটে WBPSC Food Sub Inspector পরীক্ষার ৫৪ তম প্রাক্টিস সেট আপলোড করলাম। এই সমস্ত প্র্যাকটিস সেট গুলিতে আমরা যে সমস্ত প্রশ্ন সাজেস্ট করছি, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আগত Food Sub Inspector পরীক্ষায় কমন আসার সম্ভাবনা প্রবল। তাই সময় নষ্ট না করে প্রতিদিন অন্তত একটি করে হলেও প্রাক্টিস সেটে চোখ বুলিয়ে রাখুন। 

(1). হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন__

(i) রাজনারায়ণ বসু (ii) শিশির কুমার ঘোষ (iii) হরিশচন্দ্র মুখার্জি (iv) মধুসূদন দত্ত   

(2).” আল হিলাল” এর প্রকাশক__

(i) মোহাম্মদ আলী জিন্ন (ii) আলতাফ হোসেন আলী (iii) রহমৎ আলী (iv) আবুল কালাম আজাদ 

(3). কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি__ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

(i) ১৯৩৪ (ii) ১৯২২ (iii) ১৯৩৯ (iv) ১৯৩৬

(4). অমৃতবাজার পত্রিকা চালু করেছিলেন__ 

(i) বারিন্দ্র ঘোষ (ii) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (iii) শিশির কুমার ঘোষ (iv) কৃষ্ণ কুমার মিত্র           

(5). ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা সঞ্চিত?

(i) ঝাড়খন্ড (ii) ওড়িশা (iii) পশ্চিম বাংলা (iv) ছত্রিশগড়

(6). ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কয়লা উৎপন্ন হয়?

(i) ঝাড়খন্ড (ii) ছত্রিশগড় (iii) অন্ধ্রপ্রদেশ (iv) ওড়িশা  

(7). দলশূন্য ফুল গুলির পরাগ সংযোগ কিভাবে হয় ?

(i) পাখি দ্বারা (ii) মৌমাছি দ্বারা (iii) বায়ু দ্বারা (iv) প্রজাপতি তারা 

(8). নারকেলের যে অংশটি আমরা খাই, সেটা কি?

(i) শস্য (ii) ফলের ত্বক (iii) ভ্রূণ (iv) বীজপত্র 

(9). ভারতের পঞ্চায়েতি রাজ প্রথম কোন সালে শুরু হয়েছিল?

(i) ১৯৫১ (ii) ১৯৫৬ (iii) ১৯৬১ (iv) ১৯৫৯  

(10). পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের নির্বাচিত মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা 

(i) ৩৩ শতাংশ  (ii) ২০ শতাংশ  (iii) ৫০ শতাংশ  (iv) ৩০ শতাংশ  

Food SI পরীক্ষা পাস করতে যে 3টি বই পড়তেই হবে

Ans: (1) হরিশচন্দ্র মুখার্জি (2) আবুল কালাম আজাদ (3) ১৯৩৪ (4) শিশির কুমার ঘোষ (5) ঝাড়খন্ড (6) ঝাড়খন্ড (7) বায়ু দ্বারা (8) শস্য (9) ১৯৫৯ (10) ৩৩ শতাংশ। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button