6 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা সকলেই খুব ভালো করে জানেন যে, একটি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ। একটি চাকরির পরীক্ষা পাশ করা কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া সম্ভব নয়। আর যদি আপনি মনে করেন এই কারেন্ট এফেয়ার্স গুলিকে আপনি এক সঙ্গে কমপ্লিট করবেন সেটাও ভুল হবে। কারণ একেবারে অনেক সংখ্যক কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন নেওয়া প্রায় অসম্ভব।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির একমাত্র উপায় হল প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন প্রস্তুত করে রাখা। এর জন্য আপনি দিনের যেকোনো একটি কর্নার টাইম বেছে নিতে পারেন। প্রতিদিন সেই সময় মত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দিনের দিন প্রস্তুত করে রাখুন। এই নিয়মে আপনার প্রিপারেশন নিতে অনেক বেশি সুবিধা হবে। তাই সময় নষ্ট না করে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন চোখ বুলিয়ে রাখুন। আজ আমরা এই নিবন্ধের মাধ্যমে 6 January 2024 এর Current Affairs আপলোড করলাম। আপনারা দ্রুত আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে নিন। 

6 January 2024 Current Affairs

ভারতের প্রথম বারের জন্য কোথায় ‘beach games 2024’ অনুষ্ঠিত হচ্ছে?

  • Shivrajpur beach
  • ghoghla beach
  • kappad beach
  • Padubidri beach

এটি ভারতের প্রথম বিচ গেমস। এই খেলাটি ২০২৪ আর ৪ঠা জানুয়ারি দিউয়ের ঘোগলা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে মোট আটটি খেলার আয়োজন করা হয়েছে। কুড়িটির বেশি রাজ্য থেকে প্রায় বারোশোর বেশি অংশগ্রহণকারী এই ইভেন্ট অংশ নিচ্ছে। সাত দিন ধরে এই খেলা অনুষ্ঠিত হবে। 

দুর্যোগ সতর্কীকরণের জন্য কোন রাজ্য ‘Rahat Vani Kendra’ কে উদ্বোধন করা হলো?

  • উত্তরাখান্ড
  • বিহার
  • মধ্যপ্রদেশ
  • উত্তর প্রদেশ

উত্তর প্রদেশ সরকারের মুখ্য সচিব দুর্গা শংকর প্রারম্ভিক দুর্যোগ সতর্কীকরণের জন্য রাহাত বানী কেন্দ্র উদ্বোধন করেছেন। এই কেন্দ্রের মাধ্যমে প্রাথমিকভাবে দুর্যোগের সতর্কবাণী প্রধান থেকে সময় মত ত্রাণ বিতরণ ও ক্ষতিপূরণের সুযোগ সুবিধা গুলোকে প্রদান করা। উত্তর প্রদেশের লখনৌ জেলার লালবাগে এই সতর্কীকরণ কেন্দ্রটিকে প্রস্তুত করা হয়েছে। যেখানে সবমিলিয়ে ছয়জনের দল অবস্থান করছে। 

এশিয়ার বৃহত্তম লোনা জলের হ্রদের নাম কি?

  • পুলিকট
  • লোকটাক
  • চিল্কা
  • উলার

সম্প্রতি ওড়িশার চিলকা রোদে অনেক পরিযায়ী পাখির সমারহে একটি পাখি শুমারি শুরু হয়েছে। এই শুমারিতে ১০০ টিরও বেশি পক্ষীবিদ, গবেষক এবং কর্মী অংশগ্রহণ করেছে। 

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪ সালের জানুয়ারি মাসে কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা দিল?

  • নাসিক ইয়ারপোর্ট
  • অযোধ্যা এয়ারপোর্ট
  • কুশিনগর এয়ারপোর্ট
  • ভাদোদরা এয়ারপোর্ট

5ই জানুয়ারি ২০২৪ সালে অযোধ্যা বিমানবন্দর কে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর মর্যাদা দিয়েছে। বর্তমানে এই এয়ারপোর্টের নাম বদলে ‘মহর্ষি বাল্মিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অযোধ্যাম’ নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। 

সাম্প্রতিক ইউটিউবে প্রথম বিশ্বনেতা কোন রাজনীতিবিদ ২ কোটি সাবস্ক্রাইবার পূরণ করল?

  • নরেন্দ্র মোদি
  • জেলেনোস্কি
  • বালশোনারো
  • জো বাইডেন

ISCC – Plus সার্টিফিকেট অর্জনকারী প্রথম কোম্পানির নাম কি?

  • রিলায়েন্স ইন্ডাস্ট্রি
  • শ্রীরাম কেমিক্যাল
  • আদানি গ্রুপ
  • টাটা গ্রুপ

সম্প্রতি FAITH (Federation of association in Indian tourism and hospitality) এর নতুন চেয়ারপারসন হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হলো?

  • পুনীত ছাটওয়াল
  • এসজে সিং
  • দীনেশ ত্রিপাঠী
  • অভিষেক সেখাওয়াত

সম্প্রতি কোন রাজ্য সরকার ক্যাপ চালক, ফুড ডেলিভারি, রিস্কা চালক ও এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা লঞ্চ করল?

  • তেলেঙ্গানা
  • মহারাষ্ট্র
  • তামিলনাড়ু
  • কর্ণাটক

সম্প্রতিতেলেঙ্গা রাজ্য সরকার ক্যাব, অটো রিক্সা চালানোর সঙ্গে যুক্ত এবং গীগ কর্মী অর্থাৎ যারা খাদ্য সরবরাহের সঙ্গে যুক্ত তাদেরকে এই বীমা সুবিধা প্রদান করছে। 

সম্প্রতি চন্দ্রজন 3 মিশন চালু হয়েছে। এই মিশনে চন্দ্র অনুসন্ধানের জন্য isro সংস্থাটি কোন মর্যাদা পূর্ণ পুরস্কারে ভূষিত করা হলো? 

  • spotlight award
  • performance excellence award
  • Golden Globe Award for Best documentary
  • Leif Erikson lunar price 

সম্প্রতি কোন রাজ্য সরকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের ট্যাব দিচ্চেন?

  • বিহার
  • ওড়িশা
  • অন্ধ্রপ্রদেশ
  • ঝাড়খন্ড

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button