WBPSC Food SI Practice Set 82, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

আপনাদের জন্য ফের নতুন WBPSC Food SI Practice Set 82 আপলোড করা হলো। ইতিমধ্যেই আমরা 81 টি আপলোড করে ফেলেছি। আজকে 82 তম অর্থাৎ সম্পূর্ণ নতুন প্রাক্টিস সেটটিতে দ্রুত চোখ বুলিয়ে নিন। 

(১). ওয়াভেল পরিকল্পনার পূর্ণতম ফলশ্রুতি কি ছিল?

(i) হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গিভূতকরণ (ii) উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের গণভোট গ্রহণ (iii) কনস্টিটুয়েন্ট  অ্যাসেম্বলি গঠন করা (iv) সিমলা কনফারেন্স আহবান করা  

(2). কে কংগ্রেস সোসাইলিস্ট পার্টির সদস্য ছিলেন না?

(i) জওহরলাল নেহেরু (ii) অচুঁত পটবর্ধন (iii) আচার্য নরেন্দ্রদেব (iv) জয়প্রকাশ নারায়ণ   

(3). “ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ-এর আত্মসমর্পণ” – কার মন্তব্য এটা?

(i) এম এন রায় (ii) সৈইফুদ্দিন কিচলু (iii) মৌলানা মহ: আলী (iv) সি রাজাগোপালাচারি       

(4). ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করা হয়েছিল?

(i) লাহোর (ii) দিল্লি (iii) সুরাট (iv) পুনে

(5). গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে কোনো সময়ের মধ্যে এসে পৌঁছায়?

(i) জুন মাসের ৫ – ১০ তারিখের মধ্যে  (ii) জুন মাসের ১ – ৫ তারিখের মধ্যে (iii) জুন মাসের ১৫ – ২০ তারিখের মধ্যে (iv) জুন মাসের ১০ – ১৫ তারিখের মধ্যে 

(6). ভারতের কোন রাজ্যে সবথেকে বেশী বৃষ্টিপাত হয়?

(i) কেরালা (ii) মেঘালয় (iii) পশ্চিমবঙ্গ (iv) রাজস্থান 

(7). তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকৃত হয়? 

(i) y- রশ্মি  (ii) x- রশ্মি (iii) ইনফ্রয়েড রশ্মি (iv) আল্ট্রা ভায়োলেট  

(8). নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি?

(i)  প্লুটোনিয়াম ২৩৯ (ii) ইউরেনিয়াম ২৩৮ (iii) থোরিয়াম ২৩৬ (iv) নেপচুনিয়াম ২৩৯ 

(9). কোন বছর ভারত সরকার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম গ্রহণ করেছিলেন?  

(i) ১৯৯০ (ii) ১৯৯৩ (iii) ১৯৯২ (iv) ১৯৯১ 

(10). বর্তমানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক সমস্যা সম্মুখীন হয়েছে সেটি কি?

(i) বেসরকারি উৎপাদন প্রতিষ্ঠানগুলির অদক্ষতা  (ii) দক্ষ  শ্রমিকের যোগানের অপ্রতুলতা (iii) পরিকাঠামগত সেবার যোগানের অপ্রতুলতা (iv) ওপরের কোনোটিই নয়   

Ans: (1) সিমলা কনফারেন্স আহবান করা (2) জওহরলাল নেহেরু (3) সৈইফুদ্দিন কিচলু (4) লাহোর(5) জুন মাসের ১০ – ১৫ তারিখের (6) মেঘালয় (7) y- রশ্মি (8) প্লুটোনিয়াম ২৩৯ (9) ১৯৯১ (10) দক্ষ শ্রমিকের যোগানের অপ্রতুলতা। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button