ICDS Anganwadi Practice Set 20: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

বহু চাকরিপ্রার্থী ICDS Anganwadi Worker & Helper পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের জন্য জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ সরকার খুব শীঘ্রই রাজ্যের বাকি থাকা ২২ টি জেলার জন্য ICDS Anganwadi পরীক্ষা অনুষ্ঠিত করতে চলেছে। এইমাত্র কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলার জন্য এই পরীক্ষা সফলভাবে সম্পাদিত হল। যার প্রশ্নপত্র আমাদের ওয়েবসাইটে আপলোড করা রয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন।

রাজ্য সরকার লোকসভা ভোটের আগে এই নিয়োগ সম্পূর্ণ করবে বলে আশা করা হচ্ছে। আবেদন শুরু হলে পরীক্ষার আর বেশি দেরি থাকবে না। তাই পরীক্ষা প্রস্তুতি এখন থেকে শুরু করাই বুদ্ধিমানদের কাজ। আপনারা সিলেবাস অনুসারে ICDS পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিন। আপনাদের সুবিধার্থে আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট দিচ্ছি। প্র্যাকটিসিতে অবস্থিত প্রশ্নগুলো এই পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর কথা না বাড়িয়ে চলুন আজকের প্রাক্টিস সেট দেখে নিন। 

(1). মারাঠা পেশোয়ারের মধ্যে কে ‘হিন্দু পাদ পাদশাহীর’ আদর্শ অনুসরণ করেছিলেন?

(i)  বালাজি বিশ্বনাথ (ii) নারায়ণ রাও (iii) মাধব রাও  (iv) প্রথম বাজিরাও   

(2). শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে?

(i)  গোবিন্দ সিং  (ii) হরগোবিন্দ  (iii) তেগবাহাদুর (iv)  অর্জুন দেব 

(3). শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?

(i)  রামদাস  (ii) হরগোবিন্দ  (iii) নানক (iv)  গোবিন্দ সিং 

(4).  ‘মারাঠা রাজনীতির চাণক্য’ হলেন __

(i)  বালাজি বিশ্বনাথ  (ii) মহাদজি সিন্ধিয়া (iii)   নানা  ফাড়নবিশ (iv)  দ্বিতীয় বাজিরাও     

(5). কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়?

(i)  পন্ডিচেরি  (ii)  ত্রিপুরা (iii)  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ  (iv) চন্ডিগড়

(6). __রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়েছে?

(i)  উত্তর প্রদেশ  (ii) মহারাষ্ট্র  (iii) মধ্য প্রদেশ  (iv)  বিহার

(7). যার অনুপস্থিতে পাখি বাঁদরের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী।

(i)  চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড  (ii) উষ্ণ শোণিত  (iii)  ট্রাকিয়া  (iv) মধ্যচ্ছদা  

(8).  গ্রাব__লার্ভা?

(i)  স্পঞ্জ  (ii) ক্রাশটেশিয়া (creustacea)(iii)  পতঙ্গ (iv)  বিটল(Beetle) 

(9).  ভারতীয় সংবিধান দ্বারা ভারতীয় সরকারের পার্লামেন্ট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। কোন দেশের অনুসরণে তা প্রতিষ্ঠা করা হয়েছে?

(i)  কানাডা (ii)  সুইডেন (iii)  ব্রিটেন (iv)  ফ্রান্স

(10). ভারতীয় শাসনতন্ত্র__দিন থেকে কার্যকরী হয়

(i) ২৬ শে জানুয়ারি,১৯৫০ (ii)  ২৬শে নভেম্বর,১৯৫১ (iii)  ২৬ শে জানুয়ারি,১৯৪৯  (iv)  ৯ ই ডিসেম্বর,১৯৪৬

Ans: (1) প্রথম বাজিরাও (2) গোবিন্দ সিং, (3) নানক, (4) নানা ফড়নবিশ (5) ত্রিপুরা (6)মধ্য প্রদেশ, (7) মধ্যচ্ছদা, (8)   বিটল(Beetle), (9) ব্রিটেন, (10) ২৬ শে জানুয়ারি, ১৯৫০

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button