9 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আপনাদের জন্য 9 December 2023 Current Affairs নিয়ে উপস্থিত হলাম। এই নিবন্ধ গুলিকে সব মিলিয়ে ১০ টা গুরুত্বপূর্ণ টপিক এর সম্ভারে প্রস্তুত করা হয়ে থাকে। যে টপিক গুলিতে সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুব ই গুরুত্বপূর্ণ। তাই এক্ষুনি 9 December 2023 এর Current Affairs দেখে নিন। 

Lal duhoma কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে সম্প্রতি নিযুক্ত হলেন?

(i) মহারাষ্ট্র (ii) মিজোরাম (iii) কর্ণাটক (iv) পাঞ্জাব

সম্প্রতি মিজোরামের ষষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে লালদুহমা মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন। ইনি জোড়াম পিপাল্স(ZPM) মুভমেন্টের নেতা।   

সম্প্রতি টাইম ম্যাগাজিন কোন ব্যক্তিকে person of the Year হিসেবে নির্বাচিত করলেন? 

(i) Georgia Meloni (ii) Narendra Modi (iii) jio biden (iv) Taylor Swift

Taylor Swift হলেন একজন বিখ্যাত গায়িকা। টাইম ম্যাগাজিন Taylor Swift কে টাইমস ম্যাগাজিন person of the Year হিসেবে মনোনীত করেছেন। 

 সম্প্রতি উত্তরাখণ্ডে গ্লোবাল ইনভেস্টার সামিট কে উদ্বোধন করলেন?

(i) পুষ্কর সিং ধামি (ii) নরেন্দ্র মোদি (iii) রাজনাথ সিং (iv) অমিত শাহ

সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে গ্লোবাল ইনভেস্টার সামিট এর উদ্বোধন করলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মহিলা স্বনির্ভর  গোষ্ঠীগুলোর জন্য হিমালয় ব্র্যান্ড চালু করেছে। এই সামিটের মূল উদ্দেশ্য হলো – উত্তারাখান্ড কে বিনিয়োগের নতুন কেন্দ্রীয় হিসেবে প্রতিষ্ঠিত করা। 

 সম্প্রতি google এর প্রধান কোম্পানি ‘ alphabet’ একটি খুবই উন্নত AI মডেল লঞ্চ করেছে, তার নাম কি?

(i) Gemini (ii) Aqua (iii) Gossip (iv) neo

সম্প্রতি রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থিত ‘ জয়পুর মোম জাদুঘরে’ কোন জনপ্রিয় ব্যক্তির মূর্তি উন্মোচন করা হলো?

(i) লতা মঙ্গেশকর (ii) ডঃ বি আর আম্বেদকর (iii) সচিন তেন্ডুলকার (iv) নরেন্দ্র মোদি

সম্প্রতি ডঃ বি আর আম্বেদকরের ৫ ফুট ১১ ইঞ্চির একটি মোমের মূর্তি যার ওজন ৩৮ কিলোগ্রাম, সেটিকে নাহারগড় ফোর্টে অবস্থিত জয়পুর মোম জাদুঘরে উন্মোচন করা হলো। 

RBI টানা 5ম বারের মতো কত পারসেন্ট হারে রেপো রেট বজায় রাখলো?

(i) 6.25% (ii) 6.00% (iii) 6.75% (iv) 6.50%

সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন কেন্দ্রীয় মন্ত্রী কে কৃষি মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিলেন?

১) অর্জুন মুন্ডা (২) রেনুকা সিং সারুতা (৩) শোভা করন্দলাজে (৪) রাজীব চন্দ্রশেখর

IDRCL এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো?

(১) রাকেশ আপ্তে (২) বিনোদ শাসমল (৩) রজত কুমার জৈন (৪) নারায়ণ শেশাদ্রি 

বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক পারমাণবিক সংযোজন চুল্লি ‘JT-60SA’ কোন দেশে উদ্বোধন করা হল?

(i) জাপান (ii) চীন (iii) ঘানা (iv) ফ্রান্স

বিশ্ব মাটি দিবস কত তারিখে পালন করা হয়?

(i) 4 ডিসেম্বর (ii) 3 ডিসেম্বর (iii) 2 ডিসেম্বর (iv) 5 ডিসেম্বর

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button