SSC GD Constable Practice Set 18: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

বর্তমানে SSC GD Constable এর ফরম ফিলাপ চলছে। আপনারা দ্রুত ফর্ম ফিলাপ করে এই চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। এই চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আপনাদের সুবিদার্থে স্পেশাল প্র্যাকটিস সেটের ব্যবস্থা করেছি। যে প্র্যাকটিস সেট গুলির ব্যাবহারে আপনার জীবনে দ্রুত সফলতা এনে দিতে অনেক বেশী সাহায্য করবে। আজকের নতুন SSC GD Constable Practice Set 18 দেখে নিন। 

(1). ভারতের বিপ্লবের জননী হলেন__

(i) বাসন্তী দেবী (ii) সরোজিনী নাইডু (iii) মাতঙ্গিনী হাজরা (iv) ভিকাজি রুস্তম কামা  

(2). আলিপুর বোমা মামলায় অরবিন্দের কৌশুলি ছিলেন __

(i) সি আর দাশ (ii) বিপিন চন্দ্র পাল (iii) তেজ বাহাদুর সপ্রু (iv) জি কে গোখলে 

(3). যুক্তরাষ্ট্রে প্রথম ভারতীয় শহীদ হল __

(i) হরদয়াল (ii) সাভারকর (iii) সোহন সিং ভাকনা (iv) মদন লাল ধিংড়া   

(4). “We shall make the settled fact unsettled”- কার উক্তি?

(i) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (ii) লর্ড কার্জন (iii) বালগঙ্গাধর তিলক (iv) মহাত্মা গান্ধী 

(5). ডোগরা জাতির মানুষেরা প্রধানত কোন স্থানে বসবাস করে?

(i) কাশ্মীর উপত্যকা (ii) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত (iii) পুঞ্জ (iv) উত্তর কাশ্মীর সমভূমি   

(6). ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল জেলা হল __

(i) উত্তর ২৪ পরগনা (ii) হাওড়া (iii) এন সি আর   (iv) পাটনা 

(7). একই তাপমাত্রায় দুটি বল ঢাকা হলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি কি?

(i) বেগ (ii) তাপমাত্রা (iii) গতিশক্তি (iv) রৈখিক ভরবেগ 

(8). তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় কিসের মাধ্যমে?

(i) মোটর (ii) থার্মোস্ট্যাট (iii) রেকটিফায় (iv) ডায়নামো 

(9). নবম পরিকল্পনার __ শতাংশ জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল?

(i) ১.৯% (ii) ১.৭% (iii) ২% (iv) ১.৮%   

(10). ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদিত হয় কার দ্বারা?

(i) প্রধানমন্ত্রী (ii) রাষ্ট্রপতি (iii) অর্থ মন্ত্রক (iv) জাতীয় উন্নয়ন পর্ষদ  

Ans: (1) ভিকাজি রুস্তম কামা (2) সি আর দাশ (3) মদন লাল ধিংড়া (4) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (5) কাশ্মীর উপত্যকা (6) উত্তর ২৪ পরগনা (7) রৈখিক ভরবেগ (8) মোটর (9) ১.৭% (10) জাতীয় উন্নয়ন পর্ষদ। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button